BRAKING NEWS

পূর্বোত্তরের রাজ্যগুলিকে দেয়াb হয়েছে ১৪০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারী৷৷  ক্ষুদ্র, ছোট এবং মাঝারি এন্টারপ্রাইজ মন্ত্রকের উদ্যোগে আগামীকাল প্রজ্ঞাভবনে অনুষ্ঠিত হবে এমএসএমই-র টেকসই উন্নয়নের উপর আঞ্চলিক সম্মেলন৷ এই উপলক্ষে আজ হোটেল পোলো টাওয়ারে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সম্মেলনে মন্ত্রকের যুগ্ম সচিব মার্সি ইপাও জানান, আগামীকাল সকাল ১০টায় প্রজ্ঞাভবনে এই আ’লিক সম্মেলনে উপস্থিত থাকবেন ক্ষুদ্র, ছোট এবং মাঝারি এন্টারপ্রাইজ মন্ত্রকের মন্ত্রী নারায়ণ রানে, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, মন্ত্রকের রাজ্য প্রতিমন্ত্রী ভানুপ্রতাপ সিং ভার্মা৷
সাংবাদিক সম্মেলনে ক্ষুদ্র, ছোট এবং মাঝারি এন্টারপ্রাইজ মন্ত্রকের যুগ্ম সচিব জানান, প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম (পিএমইজিপি) প্রকল্পে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য এখন অব্দি ১৪০ কোটি টাকা দেওয়া হয়েছে৷ এরফলে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ১ লক্ষ ১৪ হাজার ক্ষুদ্র সংস্থা গড়ে উঠেছে৷ এই সংস্থাগুলিতে ৭ লক্ষ ৬০ হাজার কর্মসংস্থান হয়েছে৷ ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রোগ্রামে ২৯টি প্রকল্পের জন্য মন্ত্রক থেকে এখন পর্যন্ত ১৩৫ কোটি ৪৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে৷ এসসি, এসটিদের সামগ্রিক উন্নয়নের জন্য এই মন্ত্রক থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে৷
সাংবাদিক সম্মেলনে শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব অভিষেক চন্দ্রা জানান, ভারতবর্ষে কর্মসংস্থানের ক্ষেত্রে এমএসএমই সেক্টর ক’ষিক্ষেত্রের পর দ্বিতীয় স্থানে রয়েছে৷ ত্রিপুরা রাজ্য পিএমইজিপি প্রকল্প রূপায়ণে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে৷ এখন অব্দি এই প্রকল্পে রাজ্যে ৩০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে৷ এছাড়াও সাংবাদিক সম্মেলনে এই মন্ত্রকের বিভিন্ন বিভাগের অধিকর্তা ইউ সি শুক্লা, অধিকর্তা বিনম মিশ্রা, অধিকর্তা সুুপ্রিয় ঘোষ, কেভিআইসি-র সিইও বিনীত কুমার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন৷ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *