BRAKING NEWS

হিমাচলের মুখ্যমন্ত্রী হিসেবে সুখবিন্দরের নাম ঘোষণা, রবিবার শপথ গ্রহণ

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি. স.) : অবশেষে সব জল্পনার অবসান। হিমাচল প্রদেশের নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন সুখবিন্দর সিং সুখু। তাঁর ডেপুটি হচ্ছেন বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা মুকেশ অগ্নিহোত্রী। শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী তথা হিমাচলে কংগ্রেসের পর্যবেক্ষক ভূপেশ বাঘেল। আগামীকাল সকাল ১১ টায় তাঁরা শপথগ্রহণ করবেন ।

সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে ৬৮ আসন বিশিষ্ট হিমাচল প্রদেশে ৪০ আসনে জিতেছে কংগ্রেস। শুক্রবারই মুখ্যমন্ত্রী বেছে নিতে সিমলায় নব নির্বাচিত কংগ্রেস বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ভূপেশ বাঘেল-রাজীব শুক্লারা। সূত্রের খবর, বৈঠকে অন্তত ২৫ জন বিধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে হামিপুরে নাদৌন থেকে নির্বাচিত প্রাক্তন প্রদেশ সভাপতি সুখবিন্দর সিং সুখুর নাম প্রস্তাব করেন। অধিকাংশ বিধায়ক তাঁর নাম প্রস্তাব করায় মুখ্যমন্ত্রীর দৌড় থেকে সরে দাঁড়ান প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের স্ত্রী প্রতিভা সিং। বর্তমানে পাহাড়ি রাজ্যে প্রদেশ কংগ্রেস সভানেত্রীর দায়িত্ব সামলাচ্ছেন তিনি। বিধায়কদের মনোভাবের কথা দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে জানিয়ে দিয়েছেন পাহাড়ি রাজ্যে পর্যবেক্ষক হয়ে যাওয়া ভূপেশ বাঘেল-ভূপিন্দার সিং হুড্ডা-রাজীব শুক্লা। ওই রিপোর্টের পরেই প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির নামে সিলমোহর দিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সুখবিন্দর সিং সুখু। দলের অধিকাংশ বিধায়কের মতামতকে গুরুত্ব দিয়ে চার বারের বিধায়ককেই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানোর সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। উপমুখ্যমন্ত্রী করা হচ্ছে মণীশ অগ্নিহোত্রীকে। আগামীকাল রবিবার সকাল এগারোটার সময়ে হিমাচলের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন ৫৮ বছর বয়সী সুখু। উপমুখ্যমন্ত্রী মণীশ অগ্নিহোত্রীকে সঙ্গে নিয়ে রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া তাঁর প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন হিমাচলের ভাবী মুখ্যমন্ত্রী। সুখবিন্দর সিং সুখুর নাম মুখ্যমন্ত্রী হিসেবে চূড়ান্ত হওয়ার খবর পেতেই উ‍ৎসবে মেতে উঠেছেন তাঁর অনুগামীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *