BRAKING NEWS

বিজয় মার্চেন্ট : মহারাষ্ট্রের পর

আসামের কাছেও হারলো ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর।।

ফলাফল ছিলো প্রত্যাশিত। তবে দেখার ছিলো শেষ দিনে ত্রিপুরার বোলাররা জ্বলে উঠতে পারে কীনা। কারন তার উপরই ছিলো ত্রিপুরার সাফল্য। কিন্তু ব্যর্থ হয়েছে অভিক পাল-‌রা। ফলে আসরের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে গ্রুপের শীর্ষে পৌঁছে গেলো অসম। অনূর্ধ্ব-‌১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে। সৌরাষ্ট্রের বিরুদ্ধে ইনিংসে পরাজিত হওয়ার পর বৃহস্পতিবার অসমের বিরুদ্ধে ৫ উইকেটে পরাজিত হয়ে গ্রুপের শেষ স্থানে ত্রিপুরা। সুরাটের খোলবাট স্টেডিয়ামে রাজ্যদলের ১৩৫ রানের জবাবে অসম প্রথম ইনিংসে ১৫০ রান করেছিলো। ১৫ রানে পিছিয়ে থেকে ত্রিপুরা দ্বিতীয় ইনিংসে আবার ব্যাটিং ব্যর্থতার মুখে পড়ে ১৩১ রানে গুটিয়ে যায়। শেষ দিনে জয়ের জন্য অসমের দরকার ছিলো ১১৭ রানের। যা সহজেই ৫ উইকেট হারিয়ে তুলে নেয়। তবে প্রশ্ম দেখা দিয়েছে বি সি সি আই কেনও এসব আন প্রিপিয়ার্ড উইকেটে ছোটদের খেলা রেখেছে। যে আসর থেকে খুদে ক্রিকেটাররা বেরিয়ে আসবে ওই সব আসরে ভালো উইকেট দেওয়া উচিৎ ছিলো, ওই অভিমত প্রাক্তনদের। শেষ দিনে ১১৭ রানের লক্ষ্য মাত্রা নিয়ে শুরু থেকেই চাপে ছিলো অসম। কিন্তু কৃষানু পাটর এবং প্রবাল কলিতার দায়িত্বশীল ব্যাটিং এগিয়ে নিয়ে যায় দলকে। ওই জুটি দ্বিতীয় উইকেটে ৮২ বলে ৪৪ রান যোগ করে দলকে জয়ের দিকে নিয়ে যায়।কৃষানু ৬৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২১ এবং প্রবাল ৪২ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ২৮ রান করে। এরপর দলনায়ক দ্রুতিময় নাথ দায়িত্বশীল ব্যাটিং করে দলকে আসরের দ্বিতীয় জয় এনে দেয়। দ্রুতিময় ৫১ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৯ রানে এবং ওয়াসিম আক্রম হক ১৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রানে অপরাজিত থেকে যান। অসম ৩৮.‌২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১১৭ রান তুলে নেয়। ত্রিপুরার পক্ষে সাইরফ উদ্দিন (‌২/‌২২) সফল বোলার। ১১ ডিসেম্বর থেকে ত্রিপুরার তৃতীয় প্রতিপক্ষ সিকিম।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *