BRAKING NEWS

তিন দিনের সফরে সৌদি আরবে যাচ্ছেন চিনের প্রেসিডেন্ট

রিয়াদ-বেজিং, ৭ ডিসেম্বর (হি. স.) : তিন দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে যাচ্ছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে চিন-আরব সম্মেলন এবং চিন-জিসিসি সম্মেলনে যোগ দেবেন তিনি।বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছানোর কথা তার। এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সম্পর্কের দোটানার মধ্যে চিনের প্রেসিডেন্টের এ সফর আলাদা বার্তা দিচ্ছে। সৌদির বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, সফরকালে দ্বিপক্ষীয় সম্মেলনে যোগ দেবেন চিনা প্রেসিডেন্ট। সৌদি বাদশাহ সালমানের সভাপতিত্বে সম্মেলনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

বেশ কিছু সূত্র বলছে, সফরকালে চিন-আরব সম্মেলন এবং চিন-জিসিসি সম্মেলনে যোগ দেবেন শি জিনপিং। চিন-আরব সম্মেলনে অন্তত ১৪টি আরব দেশের রাষ্ট্রপ্রধানেরা অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

আরব কূটনীতিকদের মতে, জিনপিংয়ের এ সফরকে আরব-চিন সম্পর্কের ‘মাইলস্টোন’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। রাশিয়ার তেলের মূল্য বেঁধে দেওয়ার চেষ্টা করছে পশ্চিমা দেশগুলো। ইউক্রেনে হামলার জবাবে এ চেষ্টা চালাচ্ছে তারা। সৌদিকে তেল উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু সৌদি সেটা না শুনে উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, সৌদি রাশিয়ার কথা শুনছে।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *