১১ ডিসেম্বর তিনটি জাতীয় আয়ুষ ইনস্টিটিউট রাষ্ট্রের প্রতি উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.) : আগামী ১১ ডিসেম্বর দেসের তিনটি জাতীয় আয়ুষ ইনস্টিটিউট রাষ্ট্রের প্রতি উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মঙ্গলবার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১১ ডিসেম্বর জাতিকে তিনটি জাতীয় আয়ুষ ইনস্টিটিউট উত্সর্গ করবেন। এর মধ্যে রয়েছে গোয়ার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা (এআইআইএ), গাজিয়াবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইউনানি মেডিসিন (এনআইইউএম) এবং দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি (এনআইএইচ)। এই স্যাটেলাইট ইনস্টিটিউটগুলি গবেষণার সাথে আন্তর্জাতিক সহযোগিতাকে আরও জোরদার করবে এবং একটি বৃহৎ জনসংখ্যার জন্য কম মূল্যের আয়ুষ পরিষেবাগুলিকে সহজতর করবে।

এদিন এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী জানান যে ৮-১১ ডিসেম্বর গোয়াতে অনুষ্ঠিত হতে যাওয়া ৯ম বিশ্ব আয়ুর্বেদ কংগ্রেস আয়ুশ ব্যবস্থার বৈজ্ঞানিকতা, কার্যকারিতা তুলে ধরবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *