BRAKING NEWS

সেইল ফুটবল একাডেমির জন্য সিলেকশন ট্রায়াল মঙ্গলবার থেকে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর।। প্রস্তুতিপর্ব চূড়ান্ত। সিলেকশন ট্রায়ালের জন্য দায়িত্বপ্রাপ্ত ফুটবল বিশেষজ্ঞ ও আধিকারিক-রাও আগরতলায় এসে গেছেন। পুনরায় ত্রিপুরা থেকে ফুটবলার নিযুক্তির কাজ শুরু করতে যাচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার ফুটবল একাডেমি। এবার ঝাড়খণ্ডের বোকারো সেইল ফুটবল একাডেমির জন্য। এ উপলক্ষে দুই দিনের প্রিলিমিনারি সিলেকশন ট্রায়াল আগামীকাল শুরু হচ্ছে। আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই সিলেকশন ট্রায়াল। ১-১-২০০৭ থেকে ৩১-১-২০১৮ এর মধ্যে যাদের জন্ম, আগামীকাল সকাল সাতটায় মাঠে রিপোর্ট করতে বলা হয়েছে। গোলকিপারের ভূমিকায় খেলোয়াড়দের উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি এবং অন্যান্য পজিশনের ফুটবলারদের ক্ষেত্রে দৈহিক উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি হতে হবে। দাঁতের হিসেব অনূর্ধ্ব ২৮টি থাকতে হবে। উপযুক্ত ফুটবলারদের এক কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি, আধার কার্ড ও বার্থ সার্টিফিকেটের ফটোকপি সঙ্গে নিয়ে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি পার্থ সারথি গুপ্ত অথবা সুশান্ত দেববর্মার কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। প্রয়োজনে তাঁদের সঙ্গে ফোনে ৯৪৩৬১২৩১৬৯ অথবা ৮৭৮৭৬২৫১১২ নম্বরে যোগাযোগও করে নিতে পারেন। উল্লেখ্য, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড থেকে দায়িত্বপ্রাপ্ত একাডেমীর চিফ কোচ সুভাষ রাজাক, প্রাক্তন জাতীয় ফুটবলার চঞ্চল ভট্টাচার্য এবং সরজিত সরকার প্রমূখ আগরতলায় এসেছেন এই সিলেকশন ট্রায়াল থেকে ফুটবলার বাছাইয়ের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *