নতুন নগর বালিকা বিদ্যালয়ের তপসিলি ছাত্রী নিবাস পরিদর্শন করলেন মন্ত্রী ভগবান চন্দ্র দাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ রাজধানীর নতুন নগর বালিকা বিদ্যালয়ের তপসিলি ছাত্রী নিবাস সরজমিনে পরিদর্শন করলেন মন্ত্রী ভগবান চন্দ্র দাস৷ রাজধানীর নতুন নগর বালিকা বিদ্যালয়ের তপসিলি ছাত্রীনিবাস সরজমিনে পরিদর্শন করলেন মন্ত্রী ভগবান চন্দ্র দাস৷ বুধবার সকালে মন্ত্রী ভগবান চন্দ্র দাস নতুন নগর বালিকা বিদ্যালয়ের তপসিলি ছাত্রীনিবাস পরিদর্শনে যান৷ ছাত্রী নিবাস পরিদর্শনকালে মন্ত্রী ভগবান চন্দ্র দাস এইদিন কথা বলেন ছাত্রী নিবাসের ছাত্রীদের সাথে৷ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন তিনি৷ মন্ত্রী ভগবান চন্দ্র দাস জানান সম্প্রতি নগর বালিকা বিদ্যালয়ের তপসিলি ছাত্রীনিবাসটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ ছাত্রী নিবাসে নতুন আসবাবপত্র প্রদান করা হয়েছে৷ তাই তিনি এইদিন ছাত্রী নিবাসটি পরিদর্শন করেন৷ সহসাই হোস্টেলে পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাসের সংযোগ প্রদান করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *