BRAKING NEWS

খোয়াইয়ে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় মামলা নিল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৪ নভেম্বর৷৷ ২৩ শে নভেম্বর খোয়াই এর সিঙ্গি ছড়া এলাকায় দুই রাজনৈতিক দলের মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে যায় তার পরিপ্রেক্ষিতে পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হলেও এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে৷ উভয় রাজনৈতিক দল সিপিআইএম ও শাসক দল বিজেপি এর পক্ষ থেকে আলাদা আলাদা ভাবে গতকালকের ঘটনার ব্যাপারে খোয়াই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে৷
কিন্তু থানা কর্তৃপক্ষ রাজনৈতিক দলের বক্তব্যকে কোন প্রকার সুযোগ না দিয়ে পুলিশ স্ব-উদ্যোগে একটি মামলা গ্রহণ করেছে৷খোয়াই থানায় মামলার নম্বর ৮৬/২০২২৷ মামলা হয়েছে আইপিসির. ১৪৭/১৪৯/৩২৫/৫০৬ এবং ত্রিপুরা পুলিশ অ্যাক্ট এর ৮২ নম্বর ধারায়৷ এই ধারায় মামলা গ্রহণ করে রাতেই পুলিশ রাখাল দাস নামে এক সিপিআইএম সমর্থককে গ্রেফতার করেছে৷ আজ ধৃতকে  আদালতে হাজির করা হলে আদালত রাখাল দাসকে জামিনে মুক্তি দিয়ে দেয়৷ গতকালকের রক্তক্ষয়ী সংঘর্ষের ব্যাপারে সিপিএম দলের পক্ষে প্রাক্তন বিধায়ক পবিত্র কর অভিযোগ করে বলেন পুলিশের বৈধ অনুমতি নিয়ে পাঁচদফা দাবিতে তাদের পদযাত্রা মিছিল শুরু হয়েছিল দলীয় কার্যালয় থেকে৷ মিছিল সিঙ্গিছড়া এলাকায় পৌঁছতেই শাসকদলের কিছু দুষৃকতিকারী মিছিলে হামলা চালায়৷ দলের কর্মী সমর্থকরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে দুষৃকতিকারীরা পালিয়ে যায়৷ অপরদিকে বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার অভিযোগ করে বলেন হর  ঘর বি জে পি কর্মসূচি৷ এই কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষ্যে যুব মোর্চার কর্মীরা এলাকায় তাদের প্রচার সজ্জার কাজ করছিল৷ এমন সময় সিপিআই(এম) দলের একটি মিছিল দুর্গানগর থেকে আসছিল৷ মিছিল থেকে  সিপিআই(এম) দুষৃকতিকারীরা, রড, লাঠি, ইট, পাটকেল নিয়ে পুলিশের নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে যুব মোর্চার  কর্মীদের উপর হামলা চালায়৷ এই হামলার পরিপ্রেক্ষিতে যুব মোর্চার মোট ১২জন কর্মী রক্তাক্ত জখম হয়৷ আমরা এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে লিখিত আবেদন করেছি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *