BRAKING NEWS

কল্যাণপুরে রাস্তার বেহাল দশা, নজর নেই দপ্তরের

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২২ নভেম্বর৷৷  কল্যাণপুর ব্লক এলাকার পশ্চিম ঘিলাতলী দাচুড়া থেকে উত্তর ঘিলাতলী এডিসি ভিলেজের অধুনিয়া ভায়া লক্ষ্যচন্দ্রপাড়ার সাধারণ জনজাতি সহ সমস্ত অংশের সামনে বর্তমানে রাস্তার সমস্যা একটা গুরুত্বপূর্ণ বিষয়৷ মূলত অধনিয়া ভায়া লক্ষচন্দ্রপাড়া সহ সন্নিহিত জনজাতি এলাকার বিস্তীর্ণ অংশের সুকল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীসহ সকল অংশের মানুষকে বিভিন্ন প্রয়োজনে কল্যাণপুর কিংবা তেলিয়ামুড়া যেতে হয়৷ এক্ষেত্রে লক্ষচন্দ্র পাড়া থেকে অধুনিয়া ভায়া দাচুড়া অর্থাৎ পশ্চিম ঘিলাতলী সড়ক পথটিই মুখ্য সড়ক৷ পরিতাপের বিষয় হচ্ছে বেশ কয়েক বছর ধরে পুরো রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে৷ রাস্তার অধিকাংশ জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে সারাই এর কোন উদ্যোগ নেই পূর্ত দপ্তরের৷ সড়কপথের বেশ কিছু জায়গায় ইট উঠে গিয়ে ভয়ানক মরণ ফাঁদ তৈরি হয়েছে৷ পথ চলতি সাধারণ মানুষসহ যানচালকদের অভিমত হচ্ছে প্রায়শই এই সড়ক পথ দিয়ে চলতে গিয়ে নানান প্রকারের জটিলতার সম্মুখীন হতে হচ্ছে এমন কি লক্ষ চন্দ্রপাড়া এলাকায় কোন সাধারণ মানুষ অসুস্থ হলে গাড়ি যেতেই চায়না রোগী আনার জন্য, আবার যদি রাজি হয় রোগী আনার জন্যে তাহলে অধিক চড়া দামে আসতে হয় হাসপাতালে রোগীনিয়ে৷ বিশেষ করে মালবাহী গাড়ির চালকদের অভিযোগ হচ্ছে রাস্তার ভগ্ণাদশার কারণে প্রায়ই রাস্তার মধ্যে গাড়ি বিকল হয়ে পড়ছে৷ ছোট – বড় দুর্ঘটনাও ঘটে চলেছে৷ বিশেষ করে রাস্তার এই ভগ্ণদশার কারণে বাইক এবং ছোট যান দুর্ঘটনা এই এলাকাতে লেগেই রয়েছে বলে এলাকা সূত্রে খবর৷ এক কথায় বলা চলে গোটা রাজ্যে বা গোটা কল্যাণপুর বিধানসভা এলাকার মধ্যে যখন সরকারের উন্নয়নমূলক কাজগুলো চলছে , ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে অধুনিয়া বা লক্ষচন্দ্রপাড়ার মত জনজাতি অধ্যুষিত এলাকার মধ্যে সড়ক পথের ভগ্ণদশা সত্যিই বেমানান৷ এলাকার উন্নয়নের দাবিতে সবার দাবি হচ্ছে অবিলম্বে এই গুরুত্বপূর্ণ সড়ক পথটি সংস্কারে উদ্যোগী হোক প্রশাসন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *