সিপাহীজলা জেলা ভিত্তিক সুশাসন মেলা ও লাভার্থী সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২১ নভেম্বর৷৷ প্রতি ঘরে সুশাসন কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার সিপাহীজলা জেলা ভিত্তিক সুশাসন মেলা ও লাভার্থী সম্মেলন অনুষ্ঠিত হয় বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে৷সিপাহীজলা জেলার লাভার্থী, মহিলা স্বসহায়ক দলের সদস্য থেকে শুরু করে বিভিন্ন অংশের মানুষ এই সম্মেলনে অংশগ্রহণ করেন৷ অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথির আসন অলংকৃত করেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ তাছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী রামপ্রসাদ পাল, বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মণ, বিধায়ক সুভাষ চন্দ্র দাস,সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, জেলা শাসক বিশ্বশ্রী বি, বিশিষ্ট সমাজসেবক গৌরাঙ্গ ভৌমিক ও দেবব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা৷এদিন মুখ্যমন্ত্রী মানিক সাহা বিভিন্ন বেনিফিশিয়ারি দের সাথে সরাসরি কথা বলেন৷ আত্মনির্ভর ত্রিপুরা রাজ্যে গড়ার দিকে সরকার সঠিক দিশায় কাজ করছে৷রাজ্যে ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প গুলো সাধারণ মানুষের স্বার্থে করা হয়েছে৷ এতে জনগণ খুবই খুশি৷ তাছাড়া মহিলা ক্ষমতায়নের সরকার গ্রামীন জীবিকা মিশনের মাধ্যমে ব্যাঙ্ক থেকে ঋন প্রদান করে গ্রামীন মহিলাদের রোজগারের ব্যবস্থা করছেন৷ মহিলারা আত্মনির্ভর হলে আত্মনির্ভর সমাজ হবে, তবেই আত্মনির্ভর ত্রিপুরা গড়া সম্ভব হবে৷২০১৭ত্ত১৮ তে যেখানে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য ছিলেন ৩৯ হাজার ৮২৪ জন৷ বর্তমানে স্বনির্ভর গোষ্ঠীতে সদস্য সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার৷২০১৭ত্ত১৮ ঋন প্রদান করা হয়েছিল ৪.৯৬ কোটি টাকা৷ বর্তমানে এ পর্যন্ত ঋন প্রদান করা হয়েছে ৫৬০.৩৬ কোটি টাকা৷ মহিলাদের আত্ম সামাজিক উন্নয়নের পাশাপাশি সমাজে মহিলা সংক্রান্ত অপরাধের মাত্রা কমে গেছে৷ সরকার চাকরির ক্ষেত্রেও স্বচ্ছতা বজায় রেখে কাজ করছে৷ আগামী দিনে জে আর বিটি রেজাল্ট বের হবে৷ কিন্তু সরকারের উন্নয়ন মূলক কাজকর্ম গুলো বিরোধীদের সহ্য হচ্ছে না৷ সরকার কে কালিমালিপ্ত করতে অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছে৷তার যোগ্য জবাব সাধারণ মানুষ দেবে৷ তাছাড়া অনুষ্ঠানে কারা মন্ত্রী রামপ্রসাদ পাল ও অন্যান্য অতিথিরা সরকারের বিভিন্ন কার্যকলাপ নিয়ে আলোচনা করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *