BRAKING NEWS

নাথুরাম গডসের মৃত্যু দিনটিকে শৌর্য দিবস হিসেবে পালন করল করণী সেনা

মুম্বই, ১৫ নভেম্বর (হি.স.): মঙ্গলবার ছিল নাথুরাম গডসের ফাঁসির দিন। এই দিনটিকেই শৌর্য দিবস হিসেবে পালন করল হিন্দুত্ববাদী সংগঠন করণী সেনা। আজ মহারাষ্ট্রের পানভেলে ধুমধাম সহকারে গডসের মৃত্যুদিবস পালিত হয়। স্লোগান ওঠে, ‘নাথুরাম গডসে অমর রহে’, ‘নাথুরাম গডসে জিন্দাবাদ’!

জাতির জনক মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের মৃত্যুদিনকে শৌর্য দিবস হিসেবে পালন করল করণী সেনা। মহারাষ্ট্রের পানভেলে ধুমধাম সহকারে গডসের মৃত্যুদিবস পালিত হয়। আয়োজন করা হয় একটি আলোচনা সভারও। তাতে এই দিনকে দেশে শৌর্য দিবস হিসেবে পালনের দাবি ওঠে। এ ছাড়াও আরও একাধিক জায়গা থেকে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন গডসের মৃত্যুদিবস পালন করেছে বলে খবর পাওয়া যাচ্ছে।
করণী সেনার একটি ভিডিয়ো ঘুরছে সমাজমাধ্যমে। সেই ভিডিয়োটি মহারাষ্ট্রের পানভেলের বলে দাবি করা হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে, করণী সেনার কর্মকর্তারা ফুল-মালা দিচ্ছেন গডসের ছবির সামনে। মুহুর্মুহু স্লোগান উঠছে, ‘নাথুরাম গডসে অমর রহে’, ‘নাথুরাম গডসে জিন্দাবাদ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *