BRAKING NEWS

জঙ্গলমহল সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, এলাকায় হল সমীক্ষা

ঝাড়গ্রাম, ১১ নভেম্বর (হি. স.) : আবারও জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার অর্থাৎ ১৫ তারিথ বিরসা মুন্ডার জন্মদিনে ঝাড়গ্রামের বেলপাহাড়ির সাহারিতে যাচ্ছেন তিনি। আর মুখ্যমন্ত্রীর জেলা সফরকে কেন্দ্র করে জোর তৎপরতা শুরু হয়েছে।

সূত্রের খবর, বেলপাহাড়ির সাহাড়ি লাগোয়া কুচলাপাহাড়ির ফুটবল মাঠে তৈরি হচ্ছে বিশাল প্যান্ডেল।পাশেই হয়েছে হেলিপ্যাড। দুপুর প্রায় দুটো নাগাদ সেখানেই হবে মুখ্যমন্ত্রীর সভা। শনিবার এলাকা ঘুরে দেখেন প্রশাসনিক কর্তা, সিএম সিকিউরিটি সহ দলীয় নেতৃত্ব। পঞ্চায়েত ভোটের আগে মাওবাদীদের আঁতুড়ঘর হিসাবে পরিচিত বেলপাহাড়ির ওই জায়গায় মুখ্যমন্ত্রীর সভা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

চলতি সপ্তাহে রাশ উৎসবের সময় নদিয়ায় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রশাসনিক সভার পাশপাশি কর্মীসভাও করেন তিনি। নদিয়া জেলা সফরের ঠিক পরে অর্থাৎ আগামী সপ্তাহে এবার ঝাড়গ্রাম সফরে যেতে চলেছেন তিনি। মঙ্গলবারই কপ্টারে করে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে আসার কাথা। জানা গিয়েছে, সভার দিন মুখ্যমন্ত্রী বেশ কয়েকজনের হাতে পাট্টার কাগজ তুলে দেবেন। মুন্ডা শিল্পীদের হাতে তুলে দেবেন ধামসা, মাদল। তাঁদের জানানো হবে সংবর্ধনাও। সভা শেষে ওই দিন সড়ক পথে ঝাড়গ্রামের সরকারি অতিথিশালায় রাত্রি বাস করবেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন প্রশাসনিক সভা করতে। তবে এইবার আদিবাসী সম্প্রদায়ের নেতা বিরসা মুন্ডার জন্মদিনে যোগ দেওয়ার জন্য ঝাড়গ্রামে যাচ্ছেন বলেই জানিয়েছিলেন নিজেই। সেই কারণে রাজনীতিবিদদের একাংশ প্রশাসনিক সভা বলতে মানতে নারাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *