এক কোটি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার ব‍্যাঙ্ক ম্যানেজার

কাকদ্বীপ, ৯ নভেম্বর (হি. স.) : প্রায় এক কোটি টাকা তছরুপের অভিযোগে এক ব্যাঙ্ক ম্যানেজারকে গ্রেফতার করল দক্ষিণ ২৪ পরগনার হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। ধৃতের নাম গৌতম মণ্ডল। তিনি স্থানীয় নেতাজী নগরের বাসিন্দা। তাঁর বিরুদ্ধেই টাকা তছরুপের অভিযোগ রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গৌতম স্থানীয় পাঁচ নম্বর হাটের বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কের ম্যানেজার ছিলেন। আর্থিক তছরুপের অভিযোগ আসার পর উর্ধতন কর্তৃপক্ষ তদন্ত শুরু করেন। মঙ্গলবার রাতে এ বিষয়ে ব্যাঙ্কের ঊর্ধ্বতন কতৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে ওই ম্যানেজারকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে বুধবার কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়। ধৃত ব‍্যাক্তির বিরুদ্ধে আইপিসি ৪০৯ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার আরও তদন্তের জন্য ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ।