BRAKING NEWS

ইন্দোরে জাতীয় অনূর্ধ্ব-৯ দাবা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর।। খুদে দাবারুদের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এবার হচ্ছে ইন্দোরে। ২৫ ডিসেম্বরে  তা শুরু হচ্ছে, চলবে ২ জানুয়ারি পর্যন্ত। মধ্যপ্রদেশের ইন্দোরে অনুষ্ঠিতব্য ৩৫ তম ন্যাশনাল অনূর্ধ্ব ৯ ওপেন এবং গার্লস চেস্ চ্যাম্পিয়নশিপ ২০২২ ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। অল ইন্ডিয়া চেস্ ফেডারেশন অনুমোদিত সবকটি রাজ্যের দাবা সংস্থা জাতীয় আসরের বিজ্ঞপ্তি অনুসারে সিলেকশন ট্রায়াল এবং রাজ্য দল গঠনের কাজ সেরে নিচ্ছে। অল ত্রিপুরা চেস্ এসোসিয়েশন যথারীতি নির্ধারিত সময়ে রাজ্যভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত দাবারুদের নাম ঘোষণা করেছে। ইন্দোরে অনুষ্ঠেয় জাতীয় দাবা আসরে অংশগ্রহণের জন্য প্রতিটি রাজ্যের দাবারুদের ২৫ ডিসেম্বর সকাল ১০ টার মধ্যে রিপোর্ট করতে হবে। খেলা হবে ১১ রাউন্ডের। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সমাপ্তি অনুষ্ঠান হবে ২ জানুয়ারি বিকেল সাড়ে তিনটায়। মোট পুরস্কারের অর্থ মূল্য ৫ লক্ষ টাকা বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। চ্যাম্পিয়ন ও রানার্স হিসেবে ওপেন এবং গার্লস বিভাগে পৃথক পৃথকভাবে যথাক্রমে ৫০ হাজার টাকা এবং ৩৬ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হবে। প্রতি বিভাগে প্রথম কুড়িজন করে মোট ৪০ জনকে প্রাইজমানি দেওয়া হবে। এদিকে, ত্রিপুরার হয়ে বাছাইকৃত দাবারুদের জাতীয় আসরে অংশ নেওয়ার ব্যাপারে রাজ্য দাবা সংস্থার সঙ্গে যোগাযোগ করতে জানানো হয়েছে। উল্লেখ্য, রাজ্যের হয়ে বাছাইকৃত দাবাড়ুরা যথারীতি প্রতিদিন অনুশীলনের মাধ্যমে নিজেদের তৈরি করে নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *