BRAKING NEWS

কোচ বিহার ট্রফি :‌ চন্ডিগড়ের বিরুদ্ধে ইনিংস পরাজয় রুখে সান্তনা ত্রিপুরার

ত্রিপুরা-‌১৫২ & ২৩৪

চন্ডিগড়-‌৩৩০ & ৬০/‌২

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর।।

প্রত্যাশিতভাবেই পরাজয় দিয়ে মরশুম শুরু করলো ত্রিপুরা। তৃতীয় দিনেই ত্রিপুরার পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছিলো। দেখার ছিলো শেষ দিনে কতটা লড়াই ছুড়ে দিতে পারে ত্রিপুরা। সপ্তজিতের দুরন্ত অর্ধশতরানে লড়াই কিছুটা করলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট ছিলো না। শেষ পর্যন্ত চন্ডিগড়ের বিরুদ্ধে ৮ উইকেটে পরাজিত হলো ত্রিপুরা। অনূর্ধ্ব-‌১৯ কোচ বিহার ট্রপি ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে শেষ দিনে জয়ের জন্য সফররত দলের দরকার ছিলো ৫৭ রান। যা ২ উইকেট হারিয়ে সহজেই তুলে নেয় চন্ডিগড়। মধ্যান্ন ভোজের পরই শেষ হয়ে যায় খেলা। ত্রিপুরার ১৫২ রানের জবাবে চন্ডিগড় প্রথম ইনিংসে ৩৩০ রান করে।১৭৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ত্রিপুরা ২৩৪ রান করেছিলো। মূলত প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় ত্রিপুরার পরাজয়ের অন্যতম কারন। তৃতীয় দিনের ৫ উইকেটে ১৫৯ রান নিয়ে খেলতে নেমে মঙ্গলবার আরও ৭৫ রান যোগ করার

ফঁাকে শেষ ৫ টি উইকেট হারায় ত্রিপুরা। ২২ গজে এদিন ত্রিপুরাকে টেনে তোলার যাবতীয় দায়িত্ব কঁাধে তুলে নেন সপ্তজিৎ দাস। ঠান্ডা মাথায় ব্যাট করে দলকে টেনে নিয়ে যেতে থাকেন সপ্তজিৎ। তবে তঁাকে যোগ্য সহযোগিতা করার কেউ না থাকায় দল আরও বড় স্কোর গড়তে ব্যর্থ হয়। ত্রিপুরা ৯৯.‌২ ওভার ব্যাট করে ২৩৪ রান করে। সপ্তজিৎ ৯৮ বল খেলে ১২ টি বাউন্ডারির সাহায্যে ৬৫ রান করে। এর আগে দ্বিতীয় ইনিংসে ত্রিপুরার হয়ে নবারূণ চক্রবর্তী ৭৯, প্রীতম দাস ৩৪ এবং আনন্দ ভৌমিক ২২ রান করেছিলেন। চন্ডিগড়ের পক্ষে পরশ (‌৫/‌৬৩),‌দলনায়ক নীল (‌৩/‌৫৬) এবং নিশুঙ্ক বিরলা (২/‌৩৩‌) সফল বোলার। ৫৭ রানের লক্ষ্য মাত্রা নিয়ে খেলতে নেমে‌‌ ‌চন্ডিগড় ১৮.‌৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দ্বীপতনু চক্রবর্তীর (‌২/‌১৮) দুরন্ত বোলিংয়ে শুরুতে কিছুটা চাপে পড়লেও ওপেনার পরশ এবং ঈশান গাবা ঠান্ডা মাথায় ব্যাট করে দলকে কাঙ্খিত জয় এনে দেন। পরশ বল হাতে সফল হওয়ার পর ব্যাট হাতেও সফল। পরশ ৬০ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৫ রানে‌ এবং ঈশান ৩৪ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রানে অপরাজিত থেকে যান। ম্যাচে জয় পেয়ে ৬ পয়েন্ট পেলো সফররত চন্ডিগড়। ম্যাচে দুই ইনিংসে ১০ উইকেট দখল করে পরশ। ১২ নভেম্বর থেকে ত্রিপুরার দ্বিতীয় প্রতিপক্ষ শক্তিশালী বাংলা। ব্যাঙ্গল ক্রিকেট  আকাদেমি মাঠে হবে ম্যাচটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *