BRAKING NEWS

মেট্রিক্স চেস্ একাডেমির আগরতলা ও উদয়পুর শাখায় ভর্তি প্রক্রিয়া চলছে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর।। ম্যাট্রিক্স চেস্ একাডেমি এখন অনেকটাই সমৃদ্ধ। দিল্লিতে যার সূচনা ঘটেছিল ২০১০ সালে ফি-ডে মাস্টার প্রসেনজিৎ দত্তের হাত ধরে। ২০১৮তে আগরতলায় শাখা বিস্তার। মহকুমা স্তরে দাবা প্রশিক্ষণের উদ্দেশ্যে চলতি বছরের শুরুর দিকে উদয়পুরে প্রশিক্ষণ কর্মসূচির সূচনা। এবার লক্ষ্য মেলাঘর ও বিশালগড়ে। আগ্রহী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে শাখা বিস্তারের মাধ্যমে সহযোগিতার হাত বাড়ানো। ম্যাট্রিক্স চেস্ একাডেমি থেকে সাফল্য অর্জনকারী দাবারুদের মধ্যে অর্শিয়া দাস, অভিজ্ঞান ঘোষ, অরুনিকা ঘোষ, আরাধ্যা দাস, দেবাংকুর ব্যানার্জি, অনুরাগ ভট্টাচার্য উল্লেখযোগ্য। এ বছরও মেট্রিক্স চেস্ একাডেমির ছয় জন শিক্ষার্থী রাজ্য চ্যাম্পিয়নের স্বীকৃতি পেয়েছে। উদয়পুরে মাত্র কয়েকমাসের প্রশিক্ষণে পৃথ্বিরাজ সাহা রেটিং পেয়ে গেলো। উদয়পুরের রাধিকা মজুমদার এবং মেলাঘরের সিদ্ধার্থ মজুমদার রেটিং পাওয়ার অপেক্ষায়। বয়সভিত্তিক দাবায় স্বস্তিরূপা শীল রাজ্যভিত্তিক দাবায় দ্বিতীয় স্থান পায়। এছাড়া অয়ন্তিকা দেব, আদিত্রি সিনহা রায়, তমজিৎ সাহা, উর্মি সাহা, আদৃতা সাহা নবাগতদের মধ্যে বেশ নজর কাড়ছে। সপ্তাহে দুইদিন অনলাইনে এবং দুইদিন অফলাইনে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা রয়েছে। আগরতলার কৃষ্ণনগরস্থিত সংহতি ক্লাব সংলগ্ন ম্যাট্রিক্স চেস্ একাডেমিতে এবং
উদয়পুরের জগন্নাথ দীঘির পশ্চিম পাড়ে ‘‌গীত ভারতী’ পাড়ার ‘‌গীত ভারতী’ বাড়িতে রয়েছে প্রশিক্ষণ কেন্দ্র। সকল শাখায় একযোগে এখন ভর্তি প্রক্রিয়া চলছে। প্রশিক্ষণ নিতে ইচ্ছুকদের কোচ কিরীটী দত্ত-এর (‌৭০০৫২৯১৯৭৬) সঙ্গে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *