BRAKING NEWS

আত্মনির্ভর হওয়ার জন্য রাজ্য সরকার স্বসহায়কদলগুলিকে বিভিন্নভাবে সহায়তা করছে : শিল্পমন্ত্রী

আগরতলা, ৫ নভেম্বর৷৷  এক অনুষ্ঠানের মাধ্যমে আজ শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা নবীনছড়া স্বসহায়ক ভিলেজ ফেডারেশনকে বাঁশ-বেতের যাবতীয় সামগ্রী তৈরির সরঞ্জাম প্রদান করেন৷ ত্রিপুরা ব্যাম্ব মিশন থেকে দেড় লক্ষ টাকা ব্যয়ে এই সরঞ্জাম প্রদান করা হয়৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিল্পমন্ত্রী সান্তনা চাকমা বলেন, স্বসহায়ক দলের মাধ্যমে আত্মনির্ভর হওয়ার জন্য রাজ্য সরকার স্বসহায়ক দলগুলিকে বিভিন্ন ভাবে সহায়তা করছে৷ পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নের জন্য ঘরে ঘরে পানীয়জল, শৌচালয়, বিদ্যৎ পৌঁছে দেওয়া এবং শিক্ষা, স্বাস্থ্যের মতো জরুরি পরিষেবার উন্নয়ন ঘটানো হচ্ছে৷ তিনি স্বসহায়ক দলগুলিকে সরকারের এই সব সহায়তার সুুযোগ নিয়ে তাদের আয় বৃদ্ধি করার আহ্বান জানান৷ অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন পেঁচারথল বিএসির চেয়ারম্যান সজল চাকমা, জেলা রুরাল ডেভেলপমেন্ট অথরিটির অতিরিক্ত প্রকল্প অধিকর্তা শমিক নাথ, পেঁচারথল ব্লকের অতিরিক্ত বিডিও নৃপেন্দ্র দেববর্মা৷ স্বাগত ভাষণ দেন ঊনকোটি জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার অশ্বিনী রূপিনী৷ অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা পেঁচারথল ব্লকের  স্বসহায়ক দল ও যোধা স্বসহায়ক দলের সদস্যদের হাতে দেড় লক্ষ টাকা করে ঋণের মঞ্জুরিপত্র তুলে দেন৷ নবীনছড়া স্বসহায়ক ভিলেজ ফেডারেশন থেকে অনুষ্ঠানে অতিথিদের বাঁশের তৈরি জলের বোতল উপহার দেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *