নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.): দেশের ৬টি রাজ্যের ৭টি বিধানসভা আসনের উপনির্বাচনের ভোটগণনা রবিবার, ৬ নভেম্বর। এই আসনগুলি হল মহারাষ্ট্রের আন্ধেরী পূর্ব, বিহারের গোপালগঞ্জ এবং মোকামা, হরিয়ানার আদমপুর, তেলেঙ্গানার মুনুগোড়ে, উত্তর প্রদেশের গোলা গোরখনাথ এবং ওড়িশার ধামনগর।
৬টি বিধানসভা আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে বৃহস্পতিবার, ৩ নভেম্বর। এবার গণনা হবে রবিবার। উপ-নির্বাচনের ফল জানার অপেক্ষায় বিহার-সহ ৬টি রাজ্যই। ভোটও পড়েছে মোটামুটি আশানুরূপ। কোন রাজ্যে কোন দলের প্রার্থী জিতবেন, তা রবিবারই জানা যাবে।