বিলোনীয়ার বিভিন্ন জায়গায় বিজেপির পার্টি অফিসে অগ্ণিসংযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷  গত গভীর রাতে বিলোনিয়ার সাতমুড়া এবং আমজাদ নগরে বিজেপির দলীয় অফিসে অগ্ণিসংযোগ সহ ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত  হয়ে উঠেছে পরিস্থিতি৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার ঋষ্যমুখ মন্ডলের সাতমুড়া বিজেপি মন্ডল অফিসে কে বা কাহারা বুধবার গভীর রাতে অগ্ণিসংযোগ করে৷ এতে বিশেষ ক্ষয়ক্ষতি না হলেও  এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷ মন্ডল সহ-সভাপতি বাদল ভৌমিকের দাবি সিপিআইএম দুষৃকতকারীরা এই হামলা সংগঠিত করেছে৷ তবে অনেকের অভিমত গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে৷ এছাড়া এদিন রাতে  মন্ডলেরই আমজাদ নগর বিজেপি পার্টি অফিসেও অগ্ণিসংযোগ করা হয়৷ নির্বাচনের প্রাক মুহূর্তে এই অঞ্চলে জনমনে অস্থিরতা তৈরি করার জন্যই সিপিআইএমের এটি একটি বদ উদ্দেশ্য বলে দাবী করেছেন স্থানীয় বিজেপি নেতৃবৃন্দ৷ যদিও এলাকার সাধারন মানুষের ধারণা অন্য কিছু৷ বুধবার গভীর রাত পর্যন্ত সাতপুরা এলাকায়, দি নিউজটার ক্লাবের ৫০ বছর পূর্তি উপলক্ষে সাংসৃকতিক অনুষ্ঠান চলছিলো৷ তাছাড়া এই এলাকায় বিভিন্ন বিরোধী দলের এমন কোন সংগঠন নেই যা বিজেপি দলীয় অফিসে আগুন লাগানোর সাহস হবে৷ জনগণের বক্তব্য,   বর্তমান রাজনৈতিক উত্তেজনা কর পরিস্থিতিতে যদিও কেউ ক্যামেরার সামনে আসতে চায়নি৷ দীর্ঘদিন ধরে এই এলাকায়, দুই মন্ডল সভাপতি প্রাক্তন অশেষ বৈদ্য এবং বর্তমান সভাপতি সুশংকর ভৌমিকের মধ্যে গোষ্ঠী কোন্দল চলছে৷ , এরই ফলশ্রুতিতে এই দিনের ঘটনা সংঘটিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে  বলে অনেকে আশঙ্কা করছেন৷ পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে৷