নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.) : নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) চাপে কাজ করছে বলে কংগ্রেসের অভিযোগ।
গুজরাট কংগ্রেসের ইনচার্জ রঘু শর্মা বৃহস্পতিবার দলের সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচন আগেই ঘোষণা করা হয়েছিল এবং আজ গুজরাট বিধানসভা নির্বাচন ঘোষণা করা হয়েছে যদিও উভয়ের রাজ্যগুলো নির্বাচনী ফলাফল প্রকাশ একইদিনে।আগামী ৮ ডিসেম্বর দিবসটি ঘোষণা করা হবে।
শর্মা বলেন, ১০ মার্চের পরে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী মোদীর সমস্ত কর্মসূচি ছিল ‘সরকারি’ কর্মসূচি। যেখানে সরকারি অর্থ জলের মত নষ্ট হয়েছে। নির্বাচন কমিশনকে জানাতে হবে যে দুই রাজ্যের নির্বাচনের ফলাফল যখন একত্রে আসতে চলেছে, তখন উভয়ের তারিখ ঘোষণায় এত পার্থক্য কেন?
তিনি বলেন, হিমাচল প্রদেশ নির্বাচনের ঘোষণা একটি বিশেষ ঘোষণা। এর মধ্যে ১৪ অক্টোবর প্রথম প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু ১৭ অক্টোবর থেকে ‘কোড অফ কন্ডাক্ট’ কার্যকর হয়। এটি করা হয়েছে কারণ ১৬ অক্টোবর প্রধানমন্ত্রী মোদীর সমাবেশ ছিল, যা সরকারি সংস্থা দিয়ে সংগঠিত হওয়ার কথা ছিল।
শর্মা বলেন, বিজেপি নির্বাচনে জেতার জন্য যে কোনও কিছু করতে প্রস্তুত। মোরবি দুর্ঘটনার পর কংগ্রেস রাজনৈতিক কর্মসূচি বাতিল করলেও বিজেপি এমন কিছুই করেনি। একই দিনে গুজরাটে তার নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে প্রধানমন্ত্রী মোদীকে।

