BRAKING NEWS

ঝুমকির দুরন্ত অর্ধশত রান, জাতীয় মহিলা ক্রিকেটে দুর্দান্ত জয় ছিনিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর।। দুর্দান্ত জয় ত্রিপুরার। আরও বড় খবর, চার ম্যাচের শেষে ত্রিপুরা এখন গ্রুপ শীর্ষে রয়েছে। তাও এককভাবে। তিনটিতে জয় এবং একটিতে নো রেজাল্টের সুবাদে মোট ১৪ পয়েন্ট পেয়ে। আট দলীয় গ্রুপে ত্রিপুরা দলের আরও তিনটি ম্যাচ রয়েছে। সেগুলি যথাক্রমে হায়দ্রাবাদ, ওড়িশা ও অন্ধপ্রদেশের বিরুদ্ধে। উল্লেখ্য, এভাবে সাতটি/ আটটি দলকে নিয়ে জাতীয় মহিলা ক্রিকেটে পাঁচটি গ্রুপে খেলা হচ্ছে। প্রতিটি গ্রুপ থেকে সেরা ৮ টি দলকে নিয়ে মূল পর্বের খেলা অনুষ্ঠিত হবে। জয়ের ধারা অব্যাহত রাখলে মূল পূর্বে খেলার সম্ভাবনা রয়েছে রাজ্য দলের। আজ, রবিবার সিনিয়র মহিলা ক্রিকেট দল ব্যাঙ্গালুরুর আলোর স্টেডিয়ামে মিজোরামকে ৬৬ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে। জয়ী হওয়ার সুবাদে একদিকে চার পয়েন্ট এবং অপরদিকে রানের গড়ও কিছুটা বাড়িয়ে নিতে সক্ষম হয়েছে। সকালে ম্যাচের শুরুতে টস জিতে মিজোরামের মহিলা ক্রিকেট দল প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেয়। ত্রিপুরা দলকে আমন্ত্রণ জানায় ব্যাটিং করার জন্য। বৃষ্টি ও প্রতিকূল পরিস্থিতির কারণে ম্যাচে পাঁচ ওভার কমিয়ে ১৫ করা হয়। নির্ধারিত ১৫ ওভারে ত্রিপুরা দল ৫ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ওপেনিং জুটিতে ঝুমকি দেবনাথের ৫৮ রান এবং ইন্দ্র রানী জমাতিয়ার ২৬ রান উল্লেখযোগ্য। আর কেউ কিন্তু দুই অঙ্কের রান পায়নি। ঝুমকি ৩৮ বল খেলে ছটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি মেরে ৫৮ রান পায়। ইন্দ্র রানী ২৬ রান পেয়েছে ২৪ বল খেলে দুটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি সহযোগে। মিজোরামের পূজা অধিকারী দুটি উইকেট পেয়েছে ১৩ রানের বিনিময়ে। জবাবে ব্যাট করতে নেমে মিজোরামের মহিলা ক্রিকেট দল ব্যাট করতে নেমে বিশেষ করে ত্রিপুরার পূজা দাসের বিধ্বংসী বোলিংয়ের সামনে অনেকটা ছন্নছাড়া রূপ নেয়। পূজা একাই পাঁচটি উইকেট তুলে নেয় মাত্র ১২ রানের বিনিময়ে। মিজোরামের জুলির কুড়ি রান এবং তরাঙ ঝা’র ১২ রান উল্লেখ করার মতো। ত্রিপুরার প্রিয়াঙ্কা আচার্যও পেয়েছে একটি উইকেট। মিজোরাম সাত উইকেট হারিয়ে ৫২ রান সংগ্রহ করতেই সীমিত ১৫ ওভার ফুরিয়ে যায়। ত্রিপুরা জয় লাভ করে ৬৬ রানের ব্যবধানে। এদিকে উত্তর প্রদেশ বনাম নাগাল্যান্ডের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।‌ দুদল পয়েন্ট ভাগ করে নিয়েছে। আখেরে ত্রিপুরা দল চার ম্যাচের মধ্যে তিনটিতে জয় ও একটিতে নো রেজাল্টের সুবাদে ১৪ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে উঠে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *