BRAKING NEWS

আগর ভিত্তিক শিল্প স্থাপনে ঋণ প্রদানের আগে কদমতলা সফর করলেন বিশ্ব ব্যাঙ্কের প্রতিনিধিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর৷৷  এলিমেন্ট প্রজেক্ট নিয়ে ত্রিপুরায় এসেছেন বিশ্বব্যাংকের কর্মকর্তারা৷ ত্রিপুরার আগর সেক্টরে বাণিজ্যের বিশাল সুযোগ রয়েছে৷ শুক্রবার উত্তরের কদমতলার আগর অঞ্চলের বেশ কয়েকটি আগর বাগান পরিদর্শন করেন তারা৷ উত্তর ফুলবাড়িতে  অবস্থিত ত্রিপুরার সবচেয়ে বড় আগর ইন্ডাস্ট্রিটি পরিদর্শন করেন৷ এলিমেন্ট প্রজেক্টের মাধ্যমে বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ নেবে ত্রিপুরার সরকার৷ তাই বিশ্ব ব্যাংকের কর্মকর্তারা ঘুরে যান কদমতলার আগর অঞ্চল৷ কিভাবে আগর গাছ জন্মায়, কাঠ ও উৎপাদিত সুগন্ধি তেলের বাণিজ্য কিভাবে হয় সেই বিষয়গুলি সম্পর্কে অবগত হন তারা৷ বর্তমানে ত্রিপুরা থেকে কি পরিমাণে আগর অয়েল, আগর উড, চিপস বহি রাজ্য যাচ্ছে ব্যবসায়ীদের কাছ থেকে তার সম্পূর্ণ বিবরণ নেন৷  আগর ব্যবসায়ীরাও নানা সুবিধা অসুবিধার কথাগুলি তাদের সামনে তুলে ধরেন৷ ত্রিপুরা থেকে বহিরাষ্ট্রে আগর রপ্তানি করতে সাইটিজ পেপার পাওয়া যাচ্ছেনা৷ ত্রিপুরায় কোন টেস্টিং ল্যাব নেই, মার্কেটিং এর সমস্যা রয়েছে৷ তবে এই প্রতিনিধি দলের সাথে থাকা এডিশনাল পিসিসিএফ প্রবীণ অগরওয়াল তাদের জানান ধীরে ধীরে সমস্ত প্রক্রিয়া গুলি হয়ে যাবে৷ তবে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা আগরের ব্যবসাকে ভালো ব্যবসা হিসাবে উল্লেখ করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *