BRAKING NEWS

Suvendu Adhikari:জলপাইগুড়ি দুর্ঘটনায় উদ্ধারকাজ নিয়ে ক্ষোভ শুভেন্দুর

কলকাতা, ৬ অক্টোবর (হি. স.) : জলপাইগুড়ি দুর্ঘটনায় উদ্ধারকাজ নিয়ে ক্ষোভ জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি লিখেছেন, “বৃহস্পতিবার বেলা ১১টা ২৬-এ শুভেন্দুবাবু টুইটারে লেখেন, “জলপাইগুড়ি দুর্ঘটনার ১২ ঘন্টা কেটে গেছে। দুর্ভাগ্যবশত সিএম এবং মুখ্যমন্ত্রীর সচিবালয় (সিএমও) এই ইস্যুতে ঘুমাচ্ছে বলে মনে হচ্ছে।

ভোর ৫টা থেকে উদ্ধার তৎপরতা বন্ধ রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের বিবরণ এবং সংখ্যা সম্পর্কে কোনও স্পষ্টতা নেই। এখনও ক্ষতিপূরণের ঘোষণা নেই, নিহতদের নিকটাত্মীয়দের জন্য আমি পশ্চিমবঙ্গের মুখ্যসচিবকে অনুরোধ করছি, অনুগ্রহ করে জলপাইগুড়ি জেলা প্রশাসনকে অবিলম্বে নিখোঁজ ব্যক্তিদের অবস্থা সম্পর্কে স্পষ্ট (যদি থাকে) করতে নির্দেশ দিন। এছাড়াও সিএমওকে শীঘ্রই যথাযথ ক্ষতিপূরণ ঘোষণা করতে হবে। প্রধানমন্ত্রীর সচিবালয় (পিএমও) ক্ষোভ প্রকাশ করেছে, কেন সিএমও উদাসীন?“ যদিও এর কিছুক্ষণ বাদেই, ১২টা ৫ মিনিটে নবান্ন থেকে তথ্য ও সংস্কৃতি দফতর টুইটারে মুখ্যমন্ত্রীর শোক প্রচার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *