BRAKING NEWS

Durga Puja:খোয়াইয়ে টিএসআরের পুজায় এবার আকর্ষণ কলকতার ভিক্টোরিয়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর : বিগত দুবছর করোনা ভাইরাসের সংক্রমণ জনিত কারণে খোয়াইয়ের রামচন্দ্র ঘাট টিএসআর ক্যাম্পে দুর্গাপূজা তেমন জাঁকজমকপূর্ণভাবে করা সম্ভব হয়নি৷ এবছর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক৷ স্বাভাবিক কারণেই টিএসআর ক্যাম্পে বেশ জাকজমকপূর্ণভাবে শারদ উৎসব পালন করার উদ্যোগ গ্রহণ করেছেন৷ রামচন্দ্র ঘাট সহ বিভিন্ন এলাকার ক্যাম্প গুলিতে দুর্গাপূজার জন্য কোমর বেঁধে নেমেছেন বাহিনীর জওয়ানরা৷খোয়াই জেলা সদর শহরে বড় দুর্গাপূজার মধ্যে অন্যতম টি এস আর ষষ্ঠ বাহিনীর দুর্গাপূজা৷খোয়াইজুড়ে দুর্গাপুজোর প্রস্তুতি তুঙ্গে৷ খোয়াইয়ের রামচন্দ্রঘাটের ষষ্ঠ বাহিনীর পুজো মণ্ডপ দেখার জন্যে মুখিয়ে রয়েছেন সকলে৷ খোয়াইয়ের দর্শণার্থীদের অন্যতম প্রধান আকর্ষণ হল টিএসআরের পুজো৷ বিগত দুই বছর ধরে সেরকম আয়োজনে পূজো হয়নি৷ বাঁধ সেধেছিল মারণব্যাধি করোনা৷ আর তাই এবার যেন দুই বছরের ঘাটতি পূরণের পালা৷ জমিয়ে রাখা আনন্দ বিনোদন এবার পুরোপুরিভাবে পুষিয়ে নেওয়ার সুযোগ৷বিভিন্ন স্তরের আধিকারিক থেকে শুরু করে রাইফেলম্যা , এনরোল্ড ফলোয়ার পর্য্যন্ত সবাই আপনমনে যার যার কাজ করে যাচ্ছেন৷ পার করছেন চুড়ান্ত কর্মব্যস্ত সময়৷ প্রতি বছরের ন্যায় এই বছরও রামচন্দ্র ঘাট টি এস আর ষষ্ঠ বাহিনী মায়ের আরাধনায় ব্রতী হন৷খোয়াইয়র রামচন্দ্রঘাটের টি এস আর ষষ্ঠ বাহিনীর এবারের শারদ প্যান্ডেল এবার গড়ে উঠছে কলকাতার ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল হাউসের বিশ্বখ্যাত আধুনিক মানের স্থাপনার অনুকরণে৷
বিশাল আয়তনের প্রশস্ত সবুজ মাঠে চলছে ১৭০ফুট দৈর্ঘ্য, ২৫ ফুট প্রস্থ ও ৪০ ফুট উচ্চতার কাঠ কাপড় থার্মোকলের প্যান্ডেল নির্মাণের কাজ৷ইতিমধ্যেই মাথা তুলে দাঁড়িয়ে গেছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হাউসের প্রায় অনেকটাই৷কাজ চলছে জোরকদমে৷নাওয়া খাওয়া ভুলে সকাল সন্ধ্যা রাতে টি এস আর ষষ্ঠ বাহিনীর জওয়ানেরা নিজেদের শিল্প আর সূক্ষ কারুকাজ সমন্বিত কর্মে গড়ে তুলছেন শারদ মন্ডপ৷ রাইফেলম্যান দীপক সূত্রধরের নেতৃত্বে জওয়ান ও এনরোল্ড ফলোয়ার মিলিয়ে পনেরো জনের সুসংহত টীম সুদক্ষ কারিগরের মতো দিনরাত এক করে একাগ্রতায় আর নিষ্ঠায় কাজ করে চলেছেন৷ আপাততঃ দিন কয়েকের জন্য এ কে সিরিজের স্বয়ংক্রিয় রাইফেল সরিয়ে রেখে এখন তারা ব্যাস্ত অভিজ্ঞ হাতে ভিক্টোরিয়া মেমোরিয়াল হাউসের আদলে শারদ মন্ডপ গড়তে৷ ব্যাস্ত রয়েছেন রাইফেলম্যান স্বপন দেববর্মা, রাজু দাস, রঞ্জিত কুমার, বুলবুল হক এনরোল্ড ফলোয়ার নিরঞ্জন সূত্রধরেরা৷ টিমের চীফ দীপক সূত্রধর জানান, বাঁশের কাজও কিছুটা থাকবে৷ আর থাকবে বাঁশের মেটের কাজ৷ থাকবে পেইন্টিংও৷
এককথায় কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হাউসে বাস্তবে যা যা রয়েছে , তার সবকিছুই মন্ডপে রাখার চেষ্টা করছি আমরা৷ মন্ডপের ভেতরে থাকবে থার্মোকল দিয়ে তৈরী করা ময়ূর , মহাদেব৷ মন্ডপের প্রবেশপথে থাকবে থার্মোকলের দুটি সিংহ৷সামনে থাকবে সুদৃশ্য গার্ডেন৷ যার ভেতরে থাকবে স্ট্যাচু৷ ভেতরেই থাকবে ভিক্টোরিয়ার মূর্তি৷ ওপরে থাকবে থার্মোকলের পরী৷ ওপরদিকে ঠিক মধ্যবর্তী স্থানে থাকবে তিনটি স্ট্যাচু৷  লাইটিংয়ের দায়িত্ব সামলাবেন রাইফেলম্যান অর্জুন দেবনাথ , সৌমিত্র দেবনাথ ও অনুপ সরকার৷ প্রতিমা তৈরী করছেন চেবরীর নির্মল পাল৷ এবারের শারদ মন্ডপ উদ্বোধন হবে ১লা অক্টোবর বিকেলে৷ রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন শারদ মন্ডপের দ্বারোদঘাটন করবেন৷ টি এস আর ষষ্ঠ বাহিনীর কমান্ডেন্ট জয়ন্ত চক্রবর্তী ছুটিতে রয়েছেন আপাততঃ৷ তবু তিনি প্রতিদিন খোঁজ খবর নিচ্ছেন মন্ডপ তৈরির অগ্রগতির বিষয়ে৷ এছাড়া তিনি জওয়ান শিল্পীদের উৎসাহিত করছেন৷ এছাড়া অন্যান্য আধিকারিকেরাও রয়েছেন৷  এবারেও তাদের শারদ মন্ডপ দেখতে দারুণ ভীড় হবে বলে আশা করছেন টি এস আর ষষ্ঠ বাহিনীর জওয়ানেরা৷ আর তাই ভীড় নিয়ন্ত্রন করার বিষয়ে এখন থেকেই চিন্তাভাবনা করছেন তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *