আগরতলা, ২ সেপ্টেম্বর : রাজ্যের শিক্ষার ইতিহাসে ঐতিহ্যবাহী এমবিবি কলেজের ৭৫ তম বর্ষপূর্তি পাঁচ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ কর্মসূচি সফলভাবে করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে৷ রাজ্যের শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ শুক্রবার মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পাঁচদিন ব্যাপী কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোকপাত করেন৷
তিনি বলেন, শিক্ষক দিবসের দিন ৫ দিনব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হবে৷ রাজ্যের ঐতিহ্যবাহী এমবিবি কলেজের ৭৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে তিনি সকলের সহযোগিতা আহ্বান করেছেন৷ এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যের ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান মহারাজা বীর বিক্রম কলেজের ৭৫ তম বর্ষ পূর্তি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ আগামী ৫ সেপ্ঢেম্বর থেকে ৯ সেপ্ঢেম্বর পর্যন্ত নানা কর্মসূচির মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন করা হবে৷
শুক্রবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ৷ সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের আধিকারিক এবং এমবিবি কলেজ এলামনির অন্যতম সদস্য সঞ্জয় পাল৷

