নন্দীগ্রা্, ২৮ আগস্ট (হি.স.): তৃণমূল সাংসদ সৌগত রায়ের মন্তব্যের কড়া সমালোচনা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সৌগত রায়কে গুন্ডার সঙ্গে তুলনা করে তিনি বলেন, “এগুলো গুন্ডার মতো কথাবার্তা। পুলিশ না থাকলে এক সেকেন্ডও এই পার্টির অস্তিত্ব থাকবে না।”
রবিবার নন্দীগ্রামের কালিচরণপুরের ২৩৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু। প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শেষে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। একইসঙ্গে ডানলপে সৌগত রায়ের করা মন্তব্যেরও তীব্র প্রতিবাদ করতে দেখা যায় শুভেন্দুকে। সৌগত রায়ের বিরুদ্ধে পাল্টা কটাক্ষবাণ শানিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “এগুলো গুন্ডার মতো কথাবার্তা। পুলিশ নির্ভর পার্টি। এই পার্টির সঙ্গে পুলিশ না থাকলেও এক সেকেন্ডও এই পার্টির অস্তিত্ব থাকবে না।”
প্রসঙ্গত, ডানলপ মোড়ে ছাত্র পরিষদের অনুষ্ঠানে সৌগত রায়কে বলতে শোনা গিয়েছে, “সিপিএম, বিজেপি, কংগ্রেসের যদি কেউ থাকে তাঁদের হুঁশিয়ারি দিয়ে গেলাম। আপনারা যদি নিজেদের নিয়ন্ত্রণ না করেন, তাহলে এরপর যদি আপনাদের কেউ জুতোপেটা করে তাহলে দুঃখ করবেন না।” বারবার বিরোধীদের আক্রমণ করতে গিয়ে সৌগতর এই ‘বেলাগাম’ মন্তব্য নিয়ে বিতর্ক দানা বেঁধেছে রাজনৈতিক মহলের অন্দরে।