BRAKING NEWS

জয় দিয়ে ফুটবল লীগ সূচনা জম্পুইজলার, সোনালীর জোড়া গোল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট।। শুরু হলো ঘরোয়া লিগ ফুটবল টুর্নামেন্ট। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন এবার মহিলা লিগ ফুটবল দিয়ে শুরু করেছে মরশুম। উদ্বোধনী ম্যাচে জম্পুইজলা প্লে সেন্টার দারুন জয় পেয়েছে। হারিয়েছে চলমান সংঘকে ৬-০ গোলের ব্যবধানে। ম্যাচ অনেকটা একতরফা হলেও হাতে গোনা দু-তিনবার চলমানের মেয়েরাও গোলমুখী আক্রমণ রচনা করেছিল। তবে পারফেক্ট স্ট্রাইকারের অভাবে গোল পরিশোধের সুযোগ পায়নি। গোলরক্ষক তৃষা দেবনাথের দৌলতে চলমান সংঘ কম করে হলেও আরও ছ’টি গোল হজম করা থেকে নিজেদের আটকাতে পেরেছে। শুরুতে ৫ মিনিটের মাথায় প্রথম গোল জম্পুইজলার সোনালী দেববর্মার পা থেকে। ৮ মিনিট বাদে ব্যবধান বাড়িয়ে নেয় হামারি জমাতিয়া। প্রথমার্ধের খেলায় ২-০ তে লীড নেয় জম্পুইজলা। দ্বিতীয়ার্ধের শুরুতে চলমানের মেয়েরা কিছুটা রক্ষণাত্মক ভূমিকার আশ্রয় নিলে জম্পুইজলার মেয়েরা সুযোগ সন্ধানের অপেক্ষায় থাকে। দ্বিতীয়ার্ধের ১২ মিনিটের মাথায় ফের গোলের দরজা খুলে জম্পুইজলার সারি মলসুম। ৮ মিনিট বাদে সোয়ারি দেববর্মা আরও একটি গোল করে ব্যবধান ৪-০ করে নেয়। খেলার ৬১ মিনিটের মাথায় জম্পুই জেলার সীমার জোরালো শট চলমানের গোলরক্ষক তৃষার হাত থেকে ছুটে বল নিশ্চিত গোলের দিকে ধাবিত হলে চলমানের সোনালি মালাকার গোললাইনে বলটি আটকে দেয়। অনিচ্ছাকৃতভাবে সোনালীর হাত বলে লেগে গেলে জম্পুইজলা নিশ্চিত পেনাল্টি পায়। এদিকে সোনালীকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন রেফারি। পেনাল্টি থেকে সীমা দেববর্মার গোল দলের পক্ষে ব্যবধান ৫-০ হয়। খেলার অন্তিম সময়ে সেই সোনালী দেববর্মা আরও একটি দর্শনীয় গোল করে গোলের ব্যবধান ৬-০ করে নেয়। সোনালীতে শুরু এবং সোনালীতে শেষ, মাঝে গোল চারটি। সব মিলে ৬-০ গোলে জয় ছিনিয়ে সুবোধ দেববর্মার জম্পুইজলা প্লে সেন্টারের মেয়েরা সাফল্যের সংকেত দিয়েছে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি উৎপল চৌধুরী, হরি শর্মা, সুপ্রিয়া দাস ও সুকান্ত দত্ত। এদিকে খেলা শুরুর প্রাক্কালে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে ঘরোয়া মহিলা লীগ ফুটবলের অনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রাক্তন ফুটবলার শ্যামলী দেববর্মা এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার, চঞ্চল নন্দী, অমিত দেব, যুগ্ম-সচিব পার্থসারথি গুপ্ত, কৃষ্ণপদ সরকার, মনোজ দাস এবং এস.পি (প্রোকিউরমেন্ট) প্রবীণ দেববর্মা প্রমূখ উপস্থিত ছিলেন। টিএফএ-র পতাকা উত্তোলন, খেলোয়ারদের সঙ্গে পরিচিত লাভ, বল কে পা দিয়ে ঠেলে আনুষ্ঠানিক উদ্বোধন – সিডিউল অনুযায়ী এগুলোও ছিল উদ্বোধনী অনুষ্ঠানে। উল্লেখ্য, এ.ডি নগরের পুলিশ মাঠ সংস্কারহীন অবস্থায় উদ্বোধনী ম্যাচে খেলোয়াড়দের স্বাভাবিক খেলায় কিছুটা বাধার তৈরি করেছে। আগাছা এবং অতিরিক্ত বড় ঘাস বলের গতি মন্থর করে তুলেছে বলে টিএফএ-র পক্ষ থেকে তা আগামীকালই সংস্কার করে নেয়া হবে বলে এস.পি (প্রকিউরমেন্ট)-এর সঙ্গেও কথা হয়েছে। তবে বিষয়টা একদিন আগে করে নিলে আজ উদ্বোধনী ম্যাচে খেলোয়ারদের তেমন ব্যাঘাত তৈরি হতো না।

দিনের খেলা: বিশ্রামগঞ্জ প্লে সেন্টার বনাম কিল্লা মর্নিং ক্লাব, বিকাল তিনটায়, পুলিশ মাঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *