BRAKING NEWS

বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন বিশালগড়েরর এসডিএম

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৪ আগস্ট৷৷ বুধবার বিকেলে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিশালগড় মহকুমা শাসকের কনফারেন্স হলে মহকুমার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে সভা করেন বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস৷ উক্ত সভায় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক ত্রিদীপ সরকার, ডি সি এম প্রসেনজিৎ দাস, বিশালগড় মহকুমা শাসক অফিসের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুব্রত দাশগুপ্ত ও বিশালগড় মহকুমার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা৷ প্রতিনিধি দের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি দল থেকে রাজেশ সাহা, উত্তম দত্ত, কংগ্রেস দল থেকে জয়দুল হোসেন এছাড়াও সিপিএম এবং আইপিএফটি দল থেকেও প্রতিনিধিরা আজকের এই সভায় উপস্থিত ছিলেন৷ বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস পুলিং বুথ সেন্টারে নাম সংশোধনী বিষয়ে কোন রাজনৈতিক দলের দাবি বা আপত্তি বিষয় নিয়ে তুলে ধরেন, এছাড়া নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে আধার কার্ডের নাম্বার সংযুক্ত করার কাজ ৮৫ শতাংশ বিশালগড় মহকুমা এলাকার সম্পন্ন করা হয়ে গেছে সে বিষয়ে তুলে ধরেন৷ বিশালগড় মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রে ১৫ কমলাসাগর বিধানসভা কেন্দ্র, ১৬ বিশালগড় বিধানসভা কেন্দ্র, ১৯ চড়িলাম বিধানসভা কেন্দ্রে চারটি পুলিং স্টেশনে নামের ক্ষেত্রে কিছু সংশোধনী আনা হবে সেই বিষয়গুলিকেও বিশালগড় মহকুমা শাসকের কাছে আসে স্ব জমিনে পরিদর্শন করার পর৷ এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে ভোটার লিস্টে নাম তোলা এবং সংশোধনী করা এবং আগে ভোটার লিস্টে ১৮ বছর পূর্ণ হলেই নাম তুলতে পারবে যে সিদ্ধান্ত ছিল এই বছর আরও তিনটি ক্ষেত্রে নতুন বিষয় সংযুক্ত করা হয়েছে৷সেই বিষয়গুলোকে নিয়ে বিস্তারিত ও খোলামেলা আলোচনা করেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *