নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট৷৷ রাজ্যের বিভিন্ন স্থানে আইন হাতে তুলে নেওয়ার ঘটনা উপর্যুপরি বৃদ্ধি পেয়ে চলেছে৷ এ ধরনের কার্যকলাপ রীতিমতো উদ্বেগ জনক৷ সোমবার এ ধরনেরই এক ঘটনা পরিলক্ষিত হয় গোমতী জেলার উদয়পুরের পূর্ব গোকুলপুর ব্রিজ এলাকায়৷ স্থানীয় একটি সূত্রে জানা গেছে চুরির দায়ে ওই যুবককে আটক করে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর অভাবে জখম করা হয়৷ ঘটনার খবর পেয়ে আক্রান্ত যুবকের মা ঘটনাস্থলে ছুটে যান এবং রক্তাক্ত অবস্থায় পুত্রকে উদ্ধার করে থানায় নিয়ে যান৷ তিনি এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন৷ ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, রক্তাক্ত জখম পুত্রকে নিয়ে মা হাসপাতালে না গিয়ে সোজা চলে যায় আর কে পুর থানায়৷ এমন ঘটনায় থানার পুলিশও হতচকিত হয়ে পড়ে৷ পরিস্থিতি ব্যাগতিক দেখে শেষে থানা থেকে দমকল কর্মীদের খবর দেওয়া হয়৷ দমকলের কর্মীরা এসে আহত যুবককে হাসপাতালে নিয়ে যায়৷ ঘটনাটি ঘটেছে সোমবার উদয়পুর পূর্ব গোকুলপুর ব্রিজ এলাকায়৷ দেবু দাস নামে এক যুবককে চুরির দায়ে এলাকারই দীপক দাস দা দিয়ে আঘাত করে বলে অভিযোগ৷ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷
2022-08-22

