BRAKING NEWS

সমীর ওয়াংখেড়েকে ক্লিনচিট জাতিগত স্ক্রুটিনি কমিটির, জানিয়ে দিল জন্মসূত্রে তিনি মুসলিম নন

মুম্বই, ১৩ আগস্ট (হি.স.) : নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র মুম্বইয়ের প্রাক্তন জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে ক্লিনচিট দিল জাতিগত স্ক্রুটিনি কমিটি। জানিয়ে দিয়েছে, জন্মসূত্রে সমীর ওয়াংখেড়ে মুসলিম নন। জাতিগত স্ক্রুটিনি কমিটি আরও জানিয়েছে, ওয়াংখেড়ে জন্মসূত্রে মুসলমান ছিলেন না; আরও জানিয়েছে ওয়াংখেড়ে এবং তাঁর বাবা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তা প্রমাণিত নয়। তবে এটি প্রমাণিত যে তাঁরা মহার -৩৭ তফসিলি জাতি ভুক্ত।

মুসলিম হয়েও স্রেফ চাকরি পাওয়ার জন্য জাত-পাতের ভুয়ো শংসাপত্র দাখিল করেছিলেন সমীর, এমনই অভিযোগ ওঠে এনসিবি-র মুম্বইয়ের প্রাক্তন জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে। নিজেকে প্রান্তিক হিন্দু বলে দাবি করেছিলেন তিনি। প্রান্তিক জাতির সংরক্ষণের সুবিধা নিয়েই ভারতীয় গোয়েন্দা বিভাগে চাকরি নিয়েছিলেন এনসিবি কর্তা। যদিও, সেই সংক্রান্ত যাবতীয় অভিযোগ খারিজ করে সমীরকে ক্লিনচিট দিল জাতিগত স্ক্রুটিনি কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *