BRAKING NEWS

দুষ্কৃতি হামলায় সুদীপ বর্মন হাসপাতালে ভর্তি, প্রতিবাদে যুব কংগ্রেসের মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও

আগরতলা, ১১ আগস্ট৷৷ আগাম অনুমতি নেয়নি, তাই জিরানীয়ায় কংগ্রেসের কর্মসূচি করতে দিল না পুলিশ৷ কিন্তু জিরানীয়া থেকে আগরতলায় ফেরার পথে সুদীপ রায় বর্মনের গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা৷ তাতে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন গুরুতর ভাবে আহত হয়েছেন৷ তার মাথায় আঘাত লেগেছে৷ তাঁকে গুরুতর অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সর্বভারতীয় আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে কংগ্রেস বৃহস্পতিবার জিরানীয়া থেকে পদযাত্রা করার কর্মসূচি গ্রহণ করেছিল৷ ইতিপূর্বেও এই আন্দোলন কর্মসূচি করতে দেয়নি পুলিশ৷
আগাম অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু পুলিশের অনুমতি মিলেনি। তাই পুলিশ তাদের আন্দোলন কর্মসূচি বন্ধ করে দিয়েছিল৷ পুলিশের তরফে বলা হয়েছিল আগে থেকেই নাকি শাসক দল বিজেপি রাজনৈতিক কর্মসূচি করার জন্য অনুমতি নিয়েছে৷ স্বাভাবিক কারণে আন্দোলন কর্মসূচি বন্ধ রেখে কংগ্রেস ফিরে এসেছিল৷ আজ পুনরায় জিরানীয়ায় আন্দোলন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেয় কংগ্রেস৷ সে অনুযায়ী পুলিশের কাছে অনুমতিও চাওয়া হয়েছিল৷ কংগ্রেসের নেতাকর্মী সমর্থকরা আজ জিরানীয়ায় আন্দোলন কর্মসূচিতে অংশ নিতে গেলে পুলিশ তাদের বাধা দেয়৷
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, নিরাপত্তাজনিত কারণে তারা এই আন্দোলন কর্মসূচির অনুমুতি দিতে পারছে না৷ এ নিয়ে পুলিশের সঙ্গে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বাক বিতন্ডা হয়৷ শেষ পর্যন্ত আন্দোলন কর্মসূচি স্থগিত রেখেই তাদেরকে ফিরে আসতে হয়েছে৷ এদিন বিধায়ক সুদীপ রায় বর্মন জিরানীয়াতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেন, রাজ্যে জঙ্গলের রাজত্ব কায়েম করা হয়েছে৷ তিনি পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেন৷ জিরানীয়া থেকে বিধায়ক সুদীপ রায় বর্মন যখন গাড়ি নিয়ে আগরতলার উদ্দেশ্যে ফিরছিলেন তখন মাধববাড়ি এলাকায় তার গাড়িতে ইট পাটকেল ও মদের বোতল দিয়ে ঢিল ছুড়ে বিধায়ক সুদীপ রায় বর্মণকে রক্তাক্ত করেছে।
সেখান থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়৷ বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ আহত হয়েছেন প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তীও৷ পরপর কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস নেতা কর্মী সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ এসব ঘটনাকে কেন্দ্র করে যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের অবনতি ঘটার আশঙ্কা রয়েছে৷এদিকে, যুব কংগ্রেস ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহার বাসভবন ঘেরাও করেছে। তাঁদের থামাতে পুলিশের কালঘাম ছুটেছে। শেষে তাঁরা রাস্তায় বসে কিছুক্ষণ বিক্ষোভ দেখিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *