BRAKING NEWS

চাকরীর দাবীতে অধিকর্তার অফিস ঘেরাও করে গ্রেপ্তার হল নার্সিং পাশ বেকার যুবক যুবতীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট৷৷   রাজ্যের নার্সিং পাশ করা এ এন এম/এম পি ডব্লিউ বেকারদের পক্ষ্য থেকে গোর্খাবস্তি স্বাস্থ্য অধিকর্তা অফিসের সামনে চাকুরির দাবিতে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়৷ নার্সিং পাস করা এ এন এম/এম পি ডব্লিউ বেকারদের অবিলম্বে চাকরিতে নিয়োগের দাবীতে বুধবার স্বাস্থ্য অধিকর্তার অফিসের সামনে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করে চাকুরী প্রার্থীরা৷ তারা স্বাস্থ্য অধিকর্তার কাছে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে জানতে চাওয়া হলে কোন সদ উত্তর মেলেনি৷ হতাশাগ্রস্থ হয়ে চাকরিপ্রার্থীরা শেষ পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার অফিসের সামনে প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়৷ পুলিশ আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের বাক বিতন্ডা হয়৷ শেষ পর্যন্ত পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়৷ পরবর্তী সময়ে তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়৷ আন্দোলনকারীরা জানিয়েছে দপ্তরে শূন্য পদ থাকা সত্ত্বেও গত সাড়ে চার বছর ধরে রাজ্য সরকার তাদেরকে নিয়োগের কোন উদ্যোগ নিচ্ছে না৷ করোনা পরিস্থিতি চলাকালে তারা বিনা পারিশ্রমিকের কাজ করার জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল৷ তখনো তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেন৷ রাজ্য সরকারের চাকুরী সংকোচন নীতি এবং একগুয়েমির তীব্র প্রতিবাদ জানিয়েছে চাকুরী প্রার্থীরা৷ অবিলম্বে তাদেরকে চাকরিতে নিয়োগের ব্যবস্থা করা না হলে তারা আরো বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলে জানিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *