স্বাধীনতার ৭৫বর্ষ উদযাপনে রাজ্য দাবায় সেরা অভিজ্ঞান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট।। অপরাজিত চ্যাম্পিয়ন হলো অভিজ্ঞান ঘোষ। ভারতীয় গনতান্ত্রিক যুব ফেডারেশনের ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে রাজ্য দাবা প্রতিযোগিতায়। স্বাধীনতার ৭৫ বর্ষ উদযাপন উপলক্ষ্যে ওই আসরের উদ্যোগ। রবিবার খেলা হয় স্টুডেন্টস হেলথ হোমে। ৫ রাউন্ডের হয় প্রতিযোগিতা। ৫ রাউন্ডে পুরো ৫ পয়েন্ট পেয়ে শীর্ষে ছিলেন ৩ জন দাবাড়ু। পরে ভোকলসে বাকি দুইজনকে পেছনে ফেলে সেরা হয়েছে অভিজ্ঞান। দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করে যথাক্রমে স্বর্ণদ্বীপ নাথ এবং দীপক চৌহান। দীর্ঘ বছর পর নিজ বাড়িতে এসে ৬৪ ঘরের লড়াইয়ে নেমে চমক দিতে প্রসেনজিৎ দত্ত-‌র প্রাক্তন ছাত্র ধ্রুবজ্যোতি রক্ষিত। ৫ রাউন্ডে ধ্রুবজ্যোতির পয়েন্ট সাড়ে ৪। ৪ পয়েন্ট পেয়ে পঞ্চম থেকে দশম স্থান দখল করে যথাক্রমে রাণু দাস, মেট্রিক্স চেস আকাদেমির শাক্য সিংহ মোদক, মেট্রিক্স চেস আকাদেমির আদৃজা দেবনাথ, শ্রীজিৎ মগ, মেট্রিক্স চেস আকাদেমির মেলাঘর শাখার সিদ্ধার্থ মজুমদার এবং প্রাণধন দেবনাথ। এছাড়া অনূর্ধ্ব-‌৭ বিভাগে আদ্রুষ কর্মকার, পিতম্বর দেবনাথ, ঋদ্ধিমান ভট্টাচার্য, অনূর্ধ্ব-‌১০ বিভাগে রুদ্রনীল দেবনাথ, মৌলী ভট্টাচার্য, অর্ণব দাস, অনূর্ধ্ব-‌১৩ বিভাগে আয়ুষ সাহা, সোমরাজ সাহা এবং কৌশল সরকার যথাক্রমে প্রথম তিনটি স্থান দখল করে। খেলা শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্বরা। এদিকে উদ্যোক্তাদের ভূমিকার প্রশংসা করেন আসরে অংশ নেওয়া দাবাড়ুদের পাশাপাশি অভিভাবকরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *