BRAKING NEWS

Highway Block:উপাধ্যক্ষের মধ্যস্থতায় জাতীয় সড়ক অবরোধ আন্দোলন প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই৷৷  উপাধ্যক্ষের মধ্যস্থতায় ১লা অগাস্ট থেকে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ আপাতত তুলে নিল বিএমএস৷
আসামে ২০২১ সালের নির্বাচনে ত্রিপুরা থেকে নির্বাচনের জন্য যেসব গাড়ি ভাড়া নেওয়া হয়েছিল তার টাকা না পাওয়ার প্রতিবাদে গত ২৯ জুলাই ধর্মনগরের বি এম এস হলে এক সাংবাদিক সম্মেলন করে এক তারিখ থেকে চুড়াইবাড়িতে গাড়ির চালক, মালিক এবং অন্যান্য যারা যুক্ত তারা প্রতিবাদ জানিয়ে  আসাম আগরতলা জাতীয় সড়ক বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল৷ তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের হয়ে উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন আসাম এর করিমগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট কমিশনারের সাথে কথা বলেন৷ কমিশনার  ৩১ আগস্ট পর্যন্ত সময় চেয়ে আপাতত অবরোধ যাতে না করা হয় তার জন্য অনুরোধ করেন৷
আজ অর্থাৎ রবিবার অফিস বন্ধ থাকলেও  উত্তর জেলা শাসক ডক্টর নাগেশ কুমার বি, উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, বি এম এস এর পক্ষে  সাধারণ সম্পাদক বিপ্লব দাস, সভাপতি সুব্রত রুদ্রপাল সহ অন্যান্য সদস্যরা জেলাশাসকের কক্ষে মিলিত হয়ে ৩১ আগস্ট পর্যন্ত অবরোধের যে সিদ্ধান্ত ছিল তা আপাতত স্থগিত করে৷ উল্লেখ্য আজাদীকা অমৃত মহোৎসব দেশের স্বাধীনতার৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশ জুডে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তাকে সুদৃঢ  রাখতে এবং এই সময়ের মধ্যে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আপাতত এই অবরোধ স্থগিত করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *