নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে ভারতের বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, কার্গিল বিজয় দিবস ভারত মাতার গৌরবের প্রতীক। টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে দেশের সমস্ত বীর সন্তানদের আমি কুর্নিশ জানাচ্ছি, যারা মাতৃভূমি রক্ষায় বীরত্বের পরিচয় দিয়েছেন। জয় হিন্দ!
সমগ্র দেশ মঙ্গলবার সশ্রদ্ধ চিত্তে ২৩ তম কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে । ১৯৯৯ সালে আজকের দিনে ভারতীয় সেনা জওয়ানরা দ্রাস এবন বাতালিক থেকে পাকিস্তানি বাহিনী কে হটিয়ে বিজয় পতাকা তুলে ধরেন। কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে দিল্লির জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করছেন তিনি সেনাবাহিনীর প্রধান, তথা সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার এবং বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী। শ্রদ্ধা নিবেদন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও।