BRAKING NEWS

PM Modi :বারাণসীতে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস, মোদী বললেন গতি প্রদান করবে উন্নয়ন যাত্রায়

বারাণসী, ৭ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের বারাণসীতে ১ হাজার ৮০০ কোটি টাকা মূল্যের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বিকেলে বারাণসীর সিগরা থেকে রিমোটের বোতাম টিপে ১ হাজার ৮০০ কোটি টাকা মূল্যের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই সমস্ত প্রকল্প বারাণসীর পরিকাঠামো উন্নয়নে বিশেষ সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

এদিন প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, “বারাণসীতে সূচনা হওয়া প্রকল্পগুলি শহরের উন্নয়নের যাত্রাকে গতি দেবে, ‘সহজ জীবন যাত্রায়’ আরও এগিয়ে নিয়ে যাবে… এই শহরে, একটি কাজ শেষ হয় এবং আরেকটি শুরু হয়। বৃহস্পতিবারও অনেক প্রকল্প চালু করা হয়েছে।” প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “বিগত ৮ বছর ধরে ঐশ্বরিক ও মহান কাশীতে যে উন্নয়নের উৎসব চলছে, আমরা ফের তাতে গতি প্রদান করলাম।…কাশীর সচেতন নাগরিকরা যেভাবে দেশকে দিকনির্দেশনা দেওয়ার কাজ করেছেন তা দেখে আমি খুশি।” মোদীর কথায়, “৮ বছরে কাশীর পরিকাঠামো কোথা থেকে কোথায় পৌঁছেছে। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী সবাই লাভবান হচ্ছেন। ব্যবসা বাড়ছে, পর্যটন বিস্তৃত হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *