BRAKING NEWS

Special Passenger Train :মঙ্গলবার থেকে শিলচর-নিউ হাফলং চলবে বিশেষ যাত্রীবাহী ট্রেন

হাফলং (অসম), ২৭ জুন (হি.স.) : প্রায় দেড় মাস পর লামডিং-বদরপুর পাহাড় লাইনের রেলপথে শিলচর-নিউ হাফলং স্টেশনের মধ্যে আংশিক যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে মঙ্গলবার থেকে।

বিভাগীয় সূত্রের খবর, লামডিং-বদরপুর ব্রডগেজ রেলপথের শিলচর-থেকে নিউহাফলং পর্যন্ত মঙ্গলবার (২৮ জুন) থেকে একটি বিশেষ যাত্রীবাহী ট্রেন চলাচল করবে। এই বিশেষ যাত্রীবাহী ট্রেনটি শিলচর থেকে ছাড়বে সকাল ৭-টা ২০ মিনিটে এবং নিউ হাফলং পৌঁছবে বেলা ১১.৩০টায়। পুনরায় এই বিশেষ যাত্রীবাহী ট্রেনটি নিউহাফলং থেকে ছাড়বে বিকেল ৩.৩০টায় এবং শিলচর পৌঁছবে রাত ৮.৩০টায়। বিশেষ এই ট্রেনে থাকবে মোট ১১টি কোচ।

প্ৰসঙ্গত, গত ১৪ মে ব্যাপক প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে লামডিং-বদরপুর পাহাড়লাইনে রেলপথের ৬১টি জায়গায় ধস নেমে রেলপথটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে পড়ে। এর পর থেকে পাহাড় লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় ডিমা হাসাও জেলা সহ বরাক উপত্যকার তিন জেলা ও পার্শ্ববর্তী ত্রিপুরা, মণিপুর ও মিজোরাম রেলপথে বহিঃরাজ্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উত্তরপূর্ব সীমান্ত রেল সূত্রের আশা, আগামী ১০ জুলাইয়ের মধ্যে লামডিং-বদরপুর পাহাড় লাইন সচল হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *