BRAKING NEWS

Heavy Rainfall : ২৯ জুন অবধি ১০ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা; বিহার, ঝাড়খণ্ডে অতি ভারী বর্ষণের পূর্বাভাস

নয়াদিল্লি, ২৭ জুন (হি.স.): আগামী ২৯ জুন অবধি পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। ২৯ জুন অবধি গোয়া, কর্নাটক, মহারাষ্ট্র, কেরল, গুজরাটের মতো পশ্চিম উপকূলের রাজ্যগুলির পাশাপাশি পশ্চিমবঙ্গ, সিকিম, ওডিশা, বিহার, ঝাড়খণ্ডেও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দেশের মোট ১০টি রাজ্যে বর্ষণের পূর্বাভাস জারি করেছে আইএমডি।

বিগত কয়েকদিনের মতো ২৮ ও ২৯ জুনও ওডিশার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টিপাত হবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পূবালি হাওয়ার দাপটে উত্তরাখণ্ড ও পূর্ব উত্তর প্রদেশের বিভিন্ন এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৯ জুন অবধি হিমাচল প্রদেশে ও উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। মধ্যপ্রদেশের বিদর্ভ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আবহবিদেরা জানিয়েছেন। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ভারতেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *