BRAKING NEWS

Ukraine:যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে পোল্যান্ডের টেনিস তারকা

লন্ডন, ২৭ জুন (হি.স.) : এবার যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে দাঁড়ালেন পোল্যান্ডের টেনিস খেলোয়াড় হুবার্ট হুরকাজ । এর জন্য তিনি অভিনব পথ অবলম্বন করেছেন তিনি । প্রতিযোগিতা শুরুর আগেই হুরকাজ জানালেন, উইম্বলডনে যতগুলি এস সার্ভিস করবেন, তত শো ইউরো দান করবেন ইউক্রেনের জন্য। হ্যাল ওপেনের ফাইনালে সদ্য হারিয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় ডানিল মেদভেদেভকে। আত্মবিশ্বাস নিয়েই এসেছেন উইম্বলডনে।

উইম্বলডনে নিজের প্রতিটি এস সার্ভিসের জন্য ১০০ ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৮২৭০ টাকা দান করার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘‘ইউক্রেনের মানুষের পাশে দাঁড়াতে চাই। উইম্বলডনে যতগুলি এস সার্ভিস করব, তত শো ইউরো ইউক্রেনের মানুষের জন্য দেব। আশা করছি আমার সার্ভিস ভালই কাজ করবে।’’ গত বছর উইম্বলডনে ছয়টি ম্যাচে ৫৪টি এস সার্ভিস করেছিলেন তিনি। চলতি মরসুমে ঘাসের কোর্টে ছয়টি ম্যাচ করেছেন ৭০টি এস সার্ভিস। এখন ঘাসের কোর্টে অন্যতম সেরা খেলোয়াড়ও তিনি।

২০২১ সালে উইম্বলডনের সেমিফাইনালে উঠেছিলেন হুরকাজ। চলতি মরসুমেও দুরন্ত ছন্দে রয়েছেন। এখনও পর্যন্ত এই মরসুমে ৩৯টি ম্যাচে মোট ৪৫২টি এস সার্ভিস করেছেন। ম্যাচ প্রতি গড়ে এস সার্ভিস করেছেন ১১টির বেশি। পেশাদার সার্কিটে বিগ সার্ভার হিসাবেই পরিচিত হুরকাজ। এটিপি ক্রমতালিকায় ১০ নম্বরে থাকা হুরকাজ বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামে সপ্তম বাছাই। প্রথম থেকেই হুরকাজ রাশিয়ার সামরিক অভিযানের তীব্র বিরোধী। নেটমাধ্যমেও তিনি সরব। তাঁর দেশ পোল্যান্ডও রাশিয়ার তীব্র সমালোচক। ইউক্রেনে সামরিক অভিযানের প্রতিবাদে রাশিয়ার সঙ্গে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলেননি রবার্ট লেয়নডস্কিরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *