BRAKING NEWS

Assam:অসম : উচ্চমাধ্যমিক বাণিজ্য শাখায় পাশের হার ৮৭.২৭ শতাংশ, মেধা তালিকার শীর্ষে শিলচরের সাগর

গুয়াহাটি, ২৭ জুন (হি.স.) : অসমে আজ ঘোষিত উচ্চমাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফল অনুযায়ী বাণিজ্য শাখায়ও ভালো প্ৰদৰ্শন করছেন ছাত্ৰছাত্ৰীরা। বাণিজ্য শাখায় পাশের হার ৮৭.২৭ শতাংশ। বাণিজ্যে এবার মেধা তালিকার শীর্ষ স্থান অধিকার করেছেন কাছাড়ের বিবেকানন্দ সিনিয়র সেকেন্ডারি স্কুলের সাগর আগরওয়ালা। সাগরের প্রাপ্ত মোট নম্বর ৪৮২। এছাড়া ৪৭৬ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছেন যোরহাটের ক্ৰিসেন্ট অ্যাকাডেমির মানসজ্যোতি বরঠাকুর। ৪৭৬ নম্বর লাভ করে তৃতীয় স্থান অধিকার করেছেন তিনসুকিয়ার আরডি সিনিয়র সেকেন্ডারি স্কুলের নিখিল গুপ্তা।

এভাবে ৪৭৩ নম্বর পেয়ে চতুৰ্থ স্থান দখল করেছেন দুজন। তাঁরা ধুবড়ির পিবি কলেজের নেনসি খেটাওট এবং গোয়ালপাড়ার পিআর সরকারি উচ্চমাধ্যমিক ও বহুমুখী বিদ্যালয়ের প্ৰিয়াক্ষী ঘোষ।

৪৭২ নম্বর পেয়েছেন শিবসাগর সিনিয়র সেকেন্ডারি স্কুলের প্রথম আগরওয়ালা। তিনি পঞ্চম স্থান অধিকার করেছেন।

৪৬৮ নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন দুজন যথাক্রমে গোয়ালপাড়ার পিআর সরকারি উচ্চমাধ্যমিক ও বহুমুখী বিদ্যালয়ের মৃণাল রায় এবং গুয়াহাটির কেসি দাস কমার্স কলেজের দীপক লোধা।

৪৬৬ নম্বর পেয়ে সপ্তম স্থান লাভ করেছেন শিবসাগর সিনিয়র সেকেন্ডারি স্কুলের বন্দনা বলদেবা।

৪৬৫ নম্বর পেয়ে অষ্টম স্থান দখল করেছেন নগাঁও সরকারি বালক উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সিমরন সুরানা। নবম স্থান দখল করেছেন নগাঁওয়ের গীতাঞ্জলি সিনিয়র সেকেন্ডারি স্কুলের চন্দন বরা। তাঁর প্রাপ্ত মোট নম্বর ৪৬১। ৪৬০ নম্বর পেয়ে দশম স্থান অধিকার করেছেন চড়াইদেওয়ের সোনারি বাণিজ্য মহাবিদ্যালয়ের প্ৰিয়াংশু দাস।

এবারের উচ্চমাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার মেধা তালিকার প্রথম দশে স্থান দখল করেছেন ১২ জন ছাত্রছাত্রী। বাণিজ্যে প্ৰথম বিভাগে ৫,০১৮, দ্বিতীয় বিভাগে ৫,১৮৬ এবং তৃতীয় বিভাগে উত্তীৰ্ণ হয়েছেন ৩,০৬০ জন ছাত্রছাত্রী। এই শাখায় পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন ১৫,১৯৯ জন। পাশ করেছেন ১৩,২৬৪ জন। উত্তীৰ্ণের হার ৮৭.২৭ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *