BRAKING NEWS

Shantirbazar :শান্তিরবাজারে স্কুল ক্রিকেট ফের শুরু, জয় অব্যাহত রেখে শীর্ষে বাইখোড়া

বাইখোড়া – ২৮৫ (৪৪.৪)
উত্তর তাওখমা – ২০৬ (৩৫)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন।। ফের শুরু শান্তিরবাজারের ক্রিকেট। যদিও এটি শান্তিরবাজার আন্তঃস্কুল অনূর্ধ্ব-১৭ ক্রিকেট টুর্নামেন্ট। শুরু হয়েছিল ক’দিন আগেই‌। বৃষ্টি এবং মন্দ আবহাওয়ার কারণে কদিন খেলা স্থগিত রাখার পর শনিবার থেকে পুনরায় শুরু হয়েছে স্কুল ক্রিকেটের আসর। বাইখোড়া দ্বাদশ শ্রেণি স্কুল দল শনিবারে দুর্দান্ত জয় পেয়েছে। হারিয়েছে উত্তর তাওখামা হাইস্কুলকে ৭৯ রানের ব্যবধানে। নিজেদের তিন ম্যাচের শেষে ১০ পয়েন্ট পেয়ে বাইখোড়া দ্বাদশ শ্রেণি স্কুল দল পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। যদিও ডাবল- লীগ ক্রিকেট টুর্নামেন্ট। প্রথম লিগের খেলা শেষ হতে আরও একটি ম্যাচ অবশিষ্ট রয়েছে। সেটি আগামীকালই হবে, জুলাইবাড়ি দ্বাদশ শ্রেণী স্কুল বনাম বৃন্তক শিক্ষা নিকেতনের মধ্যে। ফিরতি লীগ শুরু হওয়ার আগেই বাইখোড়া স্কুল দলকে নিরঙ্কুশ সেরা বলেই ভাবা হচ্ছে। যদিও প্রথম লীগের তিনটি ম্যাচে বৃষ্টিতে ভেস্তে গেছে। দলগুলো বাধ্য হয়েছে পয়েন্ট ভাগাভাগি করে নিতে। শনিবার সকালে বাইখোড়া স্কুল গ্রাউন্ডে ৪৫ ওভারের ডে ম্যাচ, শুরুতে টস জিতে বাইখোড়া দ্বাদশ শ্রেণি স্কুল দল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়‌। নির্ধারিত ৪৫ ওভার ফুরিয়ে যাবার ২ বল বাকি থাকতে বাইখোড়া স্কুল দল সবকটি উইকেট হারিয়ে ২৮৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে দেব কুমার রিয়াং-এর ৫০ রান, অনুরাগ দেবনাথের ৪৫ রান বেশ উল্লেখযোগ্য। দেবকুমার ৩৩ বল খেলে ৪ টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫০ রান পায়। অনুরাগ ৪৫ রান পেয়েছে ৬৯টি বল খেলে ৭ টি বাউন্ডারি সহযোগে। উত্তর তাওখমা হাইস্কুলের প্রসেনজিৎ দেববর্মা, রবিকুমার নোয়াতিয়া, সাধনকুমার নোয়াতিয়া, বিশ্বনাথ নোয়াতিয়া প্রত্যেকে দু’টি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে উত্তর তাওখমা হাই স্কুল ৩৫ ওভার খেলে ২০৬ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে বড় স্কোর বলতে রাহুল দেববর্মার ৩৯ রান উল্লেখ করার মতো। রাহুল ২৯ বল খেলে ৫টি বাউন্ডারি ও দুইটি ওভার বাউন্ডারি মেরে ৩৯রান পেয়েছে। বাইখোড়া দ্বাদশ শ্রেণি স্কুলের দ্বীপজয় দত্ত ৩৮ রানে চারটি এবং অনুরাগ দেবনাথ ৩১ রানে তিনটি উইকেট পেয়েছে। বাইখোড়া দ্বাদশ শ্রেণি স্কুল ৭৯ রানে ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সের দৌলতে অনুরাগ দেবনাথকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *