BRAKING NEWS

CEO: ডাম্পিং স্টেশন পরিদর্শন করলেন তেলিয়ামুড়া পুর পরিষদের সিইও

নজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৭ জুন৷৷  তেলিয়ামুড়া  শহর এলাকাকে পরিষ্কার- পরিচ্ছন্ন রাখতে তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকার ময়লা আবর্জনা ফেলার জন্য নির্মাণ করা হচ্ছে ডাম্পিং স্টেশনের৷ শুক্রবার এই নির্মীয়মান ডাম্পিং স্টেশনের নির্মান কাজ পরিদর্শনে বড়লুঙ্গা এলাকায় যায় তেলিয়ামুড়া পৌর পরিষদের সিইও তথা তেলিয়ামুড়া মহকুমা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি সহ তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌর পিতা রূপক সরকার৷

জানা যায়, পৌর পরিষদ এলাকার ময়লা আবর্জনা ফেলার জন্য তেলিয়ামুড়া বড়লুঙ্গা এলাকায় ১ কোটি ৪৯ লক্ষ টাকা ব্যায় করে নির্মাণ করা হচ্ছে ডাম্পিং স্টেশন৷ এই নির্মীয়মান ডাম্পিং স্টেশনটি পরিদর্শনে গেলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের সিইওতথা তেলিয়ামুড়া মহকুমা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি এবং তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌর পিতা রূপক সরকার৷

উল্লেখ করা যায়, তেলিয়ামুড়া শহর এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পৌর এলাকার ময়লা-আবর্জনা ফেলার জন্য প্রথমে তেলিয়ামুড়া সাতমাইল এলাকায় সরকারি অর্থ ব্যয় করে ডাম্পিং স্টেশন তৈরি করা হয়েছিল৷ কিন্তু পরবর্তী সময় সাত মাইল এলাকার তৈরি করা ড্রাপিং স্টেশনে আবর্জনা ফেলাকে কেন্দ্র করে ওই এলাকার বসবাসকারী স্থানীয় জনগণের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন বাধা-বিপত্তি সহ সমস্যার মুখে পড়তে হয়েছিল পৌর পরিষদকে৷ এর পর দীর্ঘ দিন জল ঘোলার পর অবশেষে বাধ্য হয়ে ওই এলাকায় আবর্জনা ফেলা বন্ধ করে দেয় তেলিয়ামুড়া পৌর পরিষদ কর্তৃপক্ষ৷

বর্তমানে পুনরায় তেলিয়ামুড়া পৌর এলাকার আবর্জনা ফেলার জন্য তেলিয়ামুড়া বড়লুঙ্গা এলাকায় ডাম্পিং স্টেশন তৈরি করার কাজ শুরু হয় কয়েক মাস পূর্বে৷ সেই কাজ সরোজমিনে প্রত্যক্ষ করতে বড়লুঙ্গা এলাকায় গেলেন শুক্রবার তেলিয়ামুড়া মহকুমা শাসক সহ পৌর পরিষদের পৌর পিতা৷ এ বিষয়ে তেলিয়ামুড়া মহকুমা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি জানান, আগামী কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ তৈরি হয়ে যাবে এই ডাম্পিং স্টেশনটি এবং খুব দ্রুততার সঙ্গে ডাম্পিং স্টেশনের নির্মাণ কাজ চলছে৷ অতি সহসাই এই কাজ পরিসমাপ্তি করা হবে বলে অভিমত ব্যাক্ত করেন তিনি৷ এই ডাম্পিং স্টেশনটি চালু হলে তেলিয়ামুড়ার যত্রতত্র আবর্জনা আর পড়ে থাকতে দেখা যাবে না এবং একটি সুন্দর স্বচ্ছ তেলিয়ামুড়া গড়ে উঠবে বলে সচেতন মহলের ধারণা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *