BRAKING NEWS

Kalamchaura : ভেহিকেল চেকিং এর নামে বাড়তি রোজগার কলমচৌড়া থানার

বক্সনগর, ২ জুন৷৷ ভেহিকেল চেকিং এর নামে কলমচৌড়া থানার অতিরিক্ত রোজগার হাজার টাকা৷ জানা গেছে, কলমচৌড়া থানার বিতর্কিত ওসি বিশুর আদেশে পুলিশ টিএসআর সহ একাধিক পুলিশ আধিকারিক প্রতিদিন বক্সনগর চৌমুহনীর চৌরাস্তার মোড়ে উৎ পেতে বসে পড়ে৷ সেখান দিয়ে এলাকার বিভিন্ন জায়গা থেকে যখন জরুরী প্রয়োজনে সাধারণ লোক আসা যাওয়া করতে গেলে অপেক্ষাকৃত সবলের তুলনায় দুর্বলদের চেপে ধরেন সেই ডিউটিরত পুলিশ অফিসারগন৷ নিজের ইচ্ছে মতো জরিমানা আদায় না করতে পারলে অশ্রাব্য ভাষা ব্যবহার  এবং জোর করে বাইক আরোহীদের কাছ থেকে বাইকের চাবি এমনকি বাইক জোর করে থানায় নিয়ে যেতে যেন কোন কৃপনতা করেনা পুলিশ বাবুরা৷ বৃহস্পতিবার সকালে সেই রকম একটি মুহুর্ত সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে৷

জানা যায়, বৃহস্পতিবার সকালে সোনামুড়া মহকুমার অন্তর্গত কলমচৌড়া থানার পুলিশ বক্সনগর চৌমুনীতে  ভেহিকেলস চেকিং এ বসে৷ চেকিং চলাকালীন সময় এক যুবক বিনা হেলমেটে বাইক চালিয়ে বক্সনগর  থেকে কলমচৌড়ার উদ্দেশ্যে যাচ্ছিল৷ এরইমধ্যে বিনা হেলমেট দেখে ওই যুবককে লাঠি মারার ভয় দেখিয়ে তাকে দাঁড় করান৷ তখন তাকে জিজ্ঞেস করা হয় তারা হেলমেট কোথায়৷ তখন তিনি বলেন তিনি সকালবেলায় তার কোন এক আত্মীয় অসুস্থতায় ভুগছেন৷ তখন তাকে দেখার জন্য তড়িঘড়ি তিনি চলে আসেন৷ তখন তিনি মনের ভুলে হেলমেট নিতে ভুলে যান৷ তিনি দাবি করেন পরেরবার যখন তিনি বাইক চালাবেন তখন তিনি হেলমেট ব্যবহার করবেন৷ অনেক আকুতি মিনতি করতে লাগলেন কলমচৌড়া থানার ডিউটিরত পুলিশ বাবুদের৷ কিন্তু কে শুনে কার কথা৷

কনস্টেবল বাবুরা বলছেন, থানার বড়বাবুর আদেশ বিনা হেলমেটে বাইক চালালে  জরিমানা দিতে লাগবে৷ ছেলেটি আকুতি মিনতি করতে লাগলেন যে তার কাছে কোন টাকা নেই৷ তাকে যেন ছেড়ে দেওয়া হয়৷ এমন কথা বলতে কনস্টেবল বাবুরা তেলে বেগুনে জ্বলে ওঠেন৷ তার বাইকের চাবি জোর করে নেওয়া চেষ্টা করেছিলেন৷ কিন্তু ওই যুবক বাইকের চাবি দিতে নারাজ৷ এক পর্যায়ে ওই যুবকের সাথে থানার কনস্টেবল বাবুদের ধস্তাধস্তি শুরু হয়৷ এরইমধ্যে বক্সনগর চৌমুনী বাজার এমন দৃশ্য দেখে বাজারের অসংখ্য মানুষ ঘটনাস্থলে জড়ো হন৷ সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিল্মের মতো দৃশ্য দেখছেন৷ কিন্তু কেউ এগিয়ে এসে যে প্রতিবাদ করবেন তেমন সাহস কারুর হচ্ছে না৷ কারণ তারাতো পুলিশ বাবু৷ এক পর্যায়ে যুবকের কাছ থেকে বাইকের চাবি আদায় করতে না পেরে বাইকটিকে জোর করে তিন-চারজন কনস্টেবল মিলে থানায় নিয়ে যায়৷এই দৃশ্য দেখে গোটা চৌমুনী বাজার এলাকার মানুষদের মধ্যে ছিঃ ছিঃ রব ওঠে৷ এলাকার মানুষদের দাবি প্রতিনিয়ত থানার সামনে দিয়েই দ্রুতগতিতে গরু বোঝাই গাড়ি এমনকি অবৈধ অনেক মাল বোঝাই গাড়ি যাতায়াত করছেন কিন্তু তাদেরকে ধরার কোন প্রয়োজন বোধ মনে করছেন না৷ অথচ নিরীহ যুবকদের কাছ থেকে হেলমেট এর দোহাই দিয়ে মোটা অংকের কমিশন জোর করে আদায় করছেন কলমচৌড়া থানার পুলিশ৷ ফলে থানা কর্তৃপক্ষের এমন পরিচালনায় অনেকটাই প্রশ্ণচিহ্ণের মুখে দাঁড় করিয়ে দিয়েছে৷এ নিয়ে বক্সনগর চৌমহনি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *