BRAKING NEWS

Law Entrance : ‘ল’ এন্ট্রান্স-র সূচী পরিবর্তন

বিদ্যাজোতি প্রকল্পের নামে ছাত্রছাত্রীদের কাছ থেকে অর্থ সংগ্রহের অভিযোগ এনএসইউআই-র
আগরতলা, ২ জুন৷৷ ‘ল’ এন্ট্রান্স পরীক্ষার তারিখ বদল করেছে শিক্ষা দফতর। ১০ জুনের বদলে ১২ জুন সূচী নির্ধারিত হয়েছে বলে জানিয়েছেন এনএসইউআই প্রদেশ সভাপতি সম্রাট রায়। তাঁর বক্তব্য, ছুটির দিনে ‘ল’ এন্ট্রান্স পরীক্ষার সূচী স্থির করেছিল শিক্ষা দফতর। তাই গতকাল সূচী পরিবর্তনের দাবি জানিয়ে ডেপুটেশন দেওয়া হয়েছিল। ২৪ ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য তিনি শিক্ষা দফতরকে ধন্যবাদ জানিয়েছেন।

একইসাথে বিদ্যাজ্যোতি প্রকল্পের নাম করে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে হাজার হাজার টাকা সংগ্রহ করা হচ্ছে বলে তিনি অভিযোগ এনেছেন৷ তিনি বলেন, রাজ্য সরকার বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করার সময় বলেছিল সম্পূর্ণ বিনামূল্যে ছাত্র ছাত্রীরা পড়াশোনা করতে পারবে৷ কিন্তু এখন লুট করা শুরু করে দিয়েছে৷  এর তীব্র প্রতিবাদ জানায় এন এস ইউ আই৷

তিনি আরো বলেন, রাজ্য শিক্ষা দপ্তরের একের পর এক দুর্নীতি চলছে৷ এর বিরুদ্ধে কোনরকম তদন্ত হচ্ছে না৷ এন এস ইউ আই এর তদন্ত দাবি করে৷ পাশাপাশি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবি জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *