BRAKING NEWS

Protest : হাওয়াইবাড়ির ছনলং পাড়ায় পাকা সেতু নির্মাণের দাবী এলাকাবাসীর

হাওয়াইবাড়ির ছনলং পাড়ায় পাকা সেতু নির্মাণের দাবী এলাকাবাসীরতেলিয়ামুড়া, ৩১ মার্চ :  প্রতিদিনই একটি বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করেন গ্রামবাসীরা৷ গ্রামবাসীরা চাইছেন সরকারি উদ্যোগে যেন যাতায়াতের অন্তরায় বাঁশের সাঁকোটি সংস্কারের মাধ্যমে পাকা সেতু নির্মাণের৷ প্রতি বছর ছড়ার উপর বাঁশের সাঁকো তৈরি করার জন্য গ্রামের মানুষজনদের গচ্চা দিতে হচ্ছে দুই হাজার টাকা৷ এ যেন এক নিদারুণ সমস্যা৷ 


আবার বর্ষাকালে গ্রামবাসীদের তৈরি করা বাঁশের সাঁকো প্রখর জলস্রোতে তলিয়ে যায়৷ বক্স কালভার্ট সেতু তৈরি করার জন্য বাম আমলে দুইবার এবং রাম আমলে দুইবার জায়গা পরিদর্শন সরকারিভাবে হলেও সেতু নির্মাণ হলো না কোনো এক অজ্ঞাত কারণে৷ গ্রামবাসীদের যাতায়াত করার ক্ষেত্রে দুঃখ-দুর্দশা ঘুচল না৷ 


ঘটনা তেলিয়ামুড়া আর ডি ব্লকের অধীনে পশ্চিম হাওয়াই বাড়ি গ্রাম পঞ্চায়েতের ছনলং পাড়ায়৷ এই উপজাতি বসতি গ্রামটিতে প্রায় পঞ্চাশ পরিবারের অধিক লোকেদের বসবাস৷ গ্রামে বসবাসরত মানুষজন অধিকাংশই পেশায় কৃষক৷ অভিযোগ, এলাকার কৃষকরা সনলং ছড়ার উপর একটি পাকা বক্স কালভার্ট সেতু না থাকার কারণে কৃষিজ সামগ্রী বাজারজাত করতে পারছে না৷ 


এই গ্রামের ৭০ ঊর্ধ জনৈক প্রবীণ ব্যক্তি জানান, পূর্বে এলাকার মানুষজন ছড়া পায়ে হেঁটেই পারাপার হয়ে করতেন৷ ১৯৯০ সাল থেকে এলাকাবাসীরা মিলিতভাবে ছড়ার উপর বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করার জন্য৷ এরপর থেকে গ্রামবাসীরা প্রতিবছর বাঁশের সাঁকো তৈরি করে বলে জানান তিনি৷ আদতে ছড়ার উপর পাকা বক্স কালভার্ট সেতু নির্মাণের জন্য বেশ কয়েকবার কেবল জায়গা সরকারিভাবে পরিদর্শন করেছে৷ মূলত কাজের কাজ অশ্ব ডিম্ব৷ 


তিনি আরো জানান, স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীরা এই দিয়ে বাঁশের সাঁকো যাতায়াত করে৷ এমনকি দুর্ঘটনার কবলে পড়তে হয় ছাত্র-ছাত্রীদের৷ এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তর ওই এলাকার যাতায়তের সমস্যা দূরীকরণে জন্য কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *