BRAKING NEWS

School : শিক্ষক সল্পতায় পঠন পাঠন ব্যহত হচ্ছে দক্ষিণ পুলিনপুর উচ্চ বিদ্যালয়ে

তেলিয়ামুড়া, ৩১ মার্চ :  বিদ্যালয় রয়েছে পরিকাঠামোগত সমস্যা৷ অপরদিকে বিদ্যালয়ে নেই কোন বিজ্ঞান বিষয়ক শিক্ষক কিংবা শিক্ষিকা৷ বিজ্ঞান বিষয়ক শিক্ষক-শিক্ষিকা ছাড়াই চলছে বিদ্যালয়ের পঠন পাঠন৷ এদিকে প্রশ্ণচিহ্ণের মুখে বিদ্যালয় পরিদর্শকের ভূমিকা৷ ঘটনা তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের অধীনে দক্ষিণ পুলিনপুর উচ্চ বিদ্যালয়ে৷


জানা গেছে, তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের অধীনে দক্ষিণ পুলিনপুর উচ্চ বিদ্যালয়টি ১৯৮২ সাল থেকে যাত্রা শুরু করে৷ বিদ্যালয়টি  জন্ম লগ্ণ থেকে নানা সমস্যায় জর্জরিত থাকলেও বর্তমানে বিদ্যালয়টির প্রধান সমস্যা শিক্ষক স্বল্পতা৷ বিদ্যালয়ে মোট ৮১ জন ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীর জন্য শিক্ষক রয়েছে ৬ জন৷ এরমধ্যে বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ক শিক্ষিকা দীর্ঘ দিন যাবত মেটার্নিটি লিভ সহ সি.সি.এল লিভে রয়েছেন৷ 


তাছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ট্রেনিং-এ ব্যস্ত৷ ফলে ছাত্র-ছাত্রীদের পাঠ দান করতে বিদ্যালয়ের চারজন শিক্ষক-শিক্ষিকাই মূলত ভরসা৷ কিন্তু বর্তমানে এ বছরকার মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদ্যালয়ে জীব-বিজ্ঞান  বিষয়ক শিক্ষক না থাকার ফলে পঠন পাঠনে প্রচন্ডভাবে বেগ পেতে হচ্ছে৷ শুধু মাধ্যমিক পরীক্ষার্থীরাই নয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এমনকি নবম শ্রেণির ছাত্রছাত্রীদের পর্যন্ত বিদ্যালয়ের অন্য শিক্ষকরা জীব-বিজ্ঞান বিষয়ে অজ্ঞ থাকলেও মূলত তারাই ছাত্র-ছাত্রীদের পাঠদান দিতে বাধ্য হচ্ছেন৷ ফলে এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বিজ্ঞান বিষয়ের প্রতি দুর্বল হয়ে পড়ছেন৷  এই দুটি সমস্যা সমাধানের জন্য তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শক কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন সেটাই এখন দেখার বিষয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *