শ্রীনগর, ৩০ মার্চ (হি.স.): কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। বুধবার শ্রীনগরের রায়নাওয়ারী এলাকায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেষধ হয়েছে দুই লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদী। নিহত এক সন্ত্রাসীর কাছ থেকে আবার মিলেছে প্রেস কার্ড, নিহত সাংবাদিক আগে একজন সাংবাদিক ছিল এবং জম্মু-কাশ্মীরের অনন্তনাগে অনলাইন নিউজ পোর্টাল ‘ভ্যালিনিউজ সার্ভিস’ চালাত। কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, যে সন্ত্রাসীর কাছ থেকে প্রেস কার্ড উদ্ধার হয়েছে, তার নাম-রইস আহমেদ ভাট। অপর জঙ্গির নাম-বিজবেহারার হিলাল আহমেদ রাহ। পুলিশ জানিয়েছে, হিলাল ‘সি’ শ্রেণীভুক্ত সন্ত্রাসী ছিল।
জঙ্গিদের গতিবিধি সম্পর্কে জানতে পারার পর বুধবার ভোররাতে শ্রীনগরের রায়নাওয়ারী এলাকায় অভিযান চালায় পুলিশ ও সিআরপিএফ। ভোরের মধ্যেই এনকাউন্টারে মৃত্যু হয়েছে দুই লস্কর-ই-তৈবা জঙ্গির। কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত দুই জঙ্গির নাম রইস আহমেদ ভাট ও হিলাল আহমেদ রাহ। নিহত জঙ্গি রইস আহমেদ ভাট একজন সাংবাদিক ছিল এবং জম্মু-কাশ্মীরের অনন্তনাগে অনলাইন নিউজ পোর্টাল ‘ভ্যালিনিউজ সার্ভিস’ চালাত। ২০২১ সালে তার সন্ত্রাসী র্যাঙ্ক ছিল। তার বিরুদ্ধে সন্ত্রাসী অপরাধের জন্য দু’টি এফআইআর নথিভুক্ত করা আছে। হয়েছে
কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বিজয় কুমার জানিয়েছেন, “নিহত জঙ্গিদের একজনের কাছে ‘প্রেস কার্ড’ ছিল। লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের এই দুই সন্ত্রাসীর মধ্যে একজন মিডিয়ার পরিচয়পত্র (আইডি) বহন করছিল। এটি মিডিয়ার অপব্যবহারের স্পষ্ট ঘটনা নির্দেশ করে।”