শিলিগুড়ি, ২৭ মার্চ (হি.স.) : উত্তরবঙ্গ সফরে রবিবার শিলিগুড়ির গোঁসাইপুরে তিন জেলার ১১টি সরকারি প্রকল্প উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখান থেকেই জনপ্রতিনিধিদের উদ্দেশে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
এদিন পাহাড়ের তিন জেলায় মোট ১১ টি প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। যার জন্য বরাদ্দ করা হয়েছে ১১০ কোটি টাকা। মুখ্যমন্ত্রী জানান, আইনি জটিলতার জন্য পাহাড়ে জমির পাট্টা বিলি করা যায়নি এতদিন। এবারের সফরে তিনি তা বিলি করবেন। মুখ্যমন্ত্রী বলেন, “মন দিয়ে কাজ করুন। মানুষের জন্য কাজ করুন।” একইসঙ্গে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিলেন, “আমার কোনও ছুটি নেই। উত্তরবঙ্গে থাকি কিংবা দক্ষিণবঙ্গে থাকি, আমাকে রোজ কাজ করতে হয়। কারণ মানুষ আমাকে দায়িত্ব দিয়েছে। মানুষের জন্য আমি এখানে।” গৌতম দেব-সহ উত্তরবঙ্গের একাধিক নেতার নাম করে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। একই বার্তা দিলেন পঞ্চায়েতের প্রতিনিধিদের উদ্দেশেও।