বরপেটা (অসম), ২২ মার্চ (হি.স.) : গতকাল সোমবার রাতে বরপেটার বিলরতারি হাতি রোডে প্রকাশ্য রাস্তায় বনবাড়িয়া গ্রামের বাসিন্দা রিনিমা বেগম নামের আইনজীবীকে ছুরিকাঘাতে খুনের সঙ্গে জড়িত অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতেই মহিলা আইনজীবীকে খুনের সঙ্গে জড়িত সন্দেহে দুই অভিযুক্তকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। পরে তাদের গ্রেফতার করা হয়। অভিযুক্তদের যথাক্রমে বরপেটা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মকদম আলি এবং আব্দুর রহমান ওরফে জুম্মা বলে পরিচয় পাওয়া গেছে৷
তদন্তকারী পুলিশ অফিসার জানান, জমি বিবাদকে কেন্দ্র করে খুনখুনির ঘটনা সংগঠিত হয়েছে বলে তাঁদের ধারণা। তিনি বলেন, সম্প্রতি ডা. মকদম আলি আইনজীবী রিনিমা বেগমের কাছ থেকে এক খণ্ড জমি কিনেছিলেন। এ নিয়ে তাঁদের মধ্যে বিবাদ ছিল। বিষয়টি আদালতে বিচারাধীন৷
এদিকে গ্রেফতার অপর ব্যক্তি আব্দুর রহমান ওরফে জুম্মাক এক ভাই তুম্মাকে খুনের অভিযোগে অভিযুক্ত ছিলেন আইনজীবী রিনিমা বেগম৷ খুনের অভিযোগে রিনিমা বেগম নাকি ইতিমধ্যে তিন মাস জেলহাজতে ছিলেন। ওই ঘটনা সংক্রান্ত মামলাও আদালতে বিচারাধীন, জানান তদন্তকারী পুলিশ অফিসার৷এখানে উল্লেখ করা যেতে পারে, স্থানীয় আজাদনগর এলাকায় অসুস্থ বড় বোনকে দেখতে তাঁর বাড়িতে গিয়েছিলেন আইনজীবী রিনিমা বেগম। পরে বিলরতারি হাতিতে ডা. বিনয়কুমার দাসকে অসুস্থ বোনের চেক-আপ করিয়ে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে তাঁর বেলেনো গাড়িতে উঠতে যাচ্ছিলেন তিনি। সে সময় একটি মোটর বাইকে চড়ে আসে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি। তাদের দুজন বাইক থেকে নেমে আইনজীবী রিনিমাকে একটি ছুরি তাঁর পেটে ঢুকিয়ে দেয়। ছুরিকাঘাত করে সঙ্গে সঙ্গে ঘাতকরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় প্রত্যক্ষদর্শী মানুষজন রক্তাক্ত অবস্থাত রিনিমা বেগমকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু দুর্ভাগ্যবশত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।