আরএসএস-র সরসঙ্ঘচালক মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

গোরক্ষপুর(উত্তরপ্রদেশ), ২০ মার্চ (হি.স.) : শনিবার সন্ধ্যায় গোরক্ষপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-র প্রাদেশিক কার্যালয় মাধবধামে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক ডাঃ মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাদের বৈঠক প্রায় ২৫ মিনিট ধরে চলে।

দ্বিতীয় মেয়াদে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে এই বৈঠক। সূত্রের মতে, সম্ভবত ২৫ মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয় মেয়াদে শপথ নেবেন।
আরএসএস-র সরসঙ্ঘচালক আজ ২০ মার্চ থেকে ২২ মার্চ গোরক্ষপুরে থাকবেন। গৌরক্ষা প্রদেশের সভায় ভাষণ দেবেন এবং ‘পারিবারিক প্রশিক্ষণ’ কর্মসূচিতে তিনি ভাষণ দেবেন। তিন দিনের গোরক্ষপুর সফরে ভাগবত স্বয়ংসেবকদের কাজের পর্যালোচনা করবেন।